উৎসব অনুৃষ্ঠান

জেলা বিএনপির উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বর্ণাঢ্য র‌্যালি

  প্রতিনিধি ৮ নভেম্বর ২০২৫ , ৪:২৫:০০ প্রিন্ট সংস্করণ

মোঃ ফজলুল কবির গামা, বিশেষ প্রতিনিধি ঝিনাইদহ :  ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি এডভোকেট এমএ মজিদের নেতৃত্বে শহরের উজির আলী স্কুল এন্ড কলেজ মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের গুরুত্বপুণ সড়ক ঘুরে স্বাধীনতা চত্বরে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। শনিবার সকাল থেকে গ্রাম-গঞ্জ, ইউনিয়ন থেকে আসা বিএনপি নেতা-কর্মীদের খন্ড খন্ড র‌্যালিতে কানাই কানাই ভরে যায় শহর। সৃষ্টি হয় জনস্রোতের।

 

শনিবার দুপুরে সমাবেশে জেলা বিএনপির সভাপতি এডভোকেট এম মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি কামাল আজাদ পান্নু, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস সহ দলের অন্যান্য নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

 

সমাবেশে বক্তারা, বিপ্লব ও জাতীয় সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ থেকে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

Author

আরও খবর

Sponsered content