প্রতিনিধি ৯ নভেম্বর ২০২৫ , ১:০০:৩৬ প্রিন্ট সংস্করণ
বিপ্লব চৌধুরী, স্টাফ রিপোর্টার : বাংলাদেশ কালচারাল রিপোর্টার্স এসোসিয়েশন (বিসিআরএ)-এর ৩০ বর্ষপূর্তি অনুষ্ঠান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে জাতীয় শিল্পকলা একাডেমীর চিত্রশিল্প মিলনায়তনে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এবারের প্রতিপাদ্য ছিল— “সুস্থ সংস্কৃতি বিকাশে আমাদের করণীয়”।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, এবং অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব রেজাউল করিম স্টালিন ও জনাব কাসেম গনি চৌধুরী মহাসচিব বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি জনাব কামরুল হাসান দর্পণ। তিনি বলেন, “সুস্থ সংস্কৃতি চর্চাই জাতির মেরুদণ্ডকে দৃঢ় করে তোলে। সাংস্কৃতিক সাংবাদিকরাই সেই ইতিবাচক বিকাশে মুখ্য ভূমিকা পালন করেন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিসিআরএ সভাপতি জনাব অভি চৌধুরী। তিনি বলেন, “বিসিআরএ গত তিন দশক ধরে সংস্কৃতি অঙ্গনের সাংবাদিকদের ঐক্যের প্রতীক হয়ে কাজ করছে। ভবিষ্যতেও এ সংগঠন সুস্থ সংস্কৃতি বিকাশে দায়িত্বশীল ভূমিকা রাখবে।”
আলোচনা পর্ব শেষে গুণীজনদের সংবর্ধনা দেওয়া হয় এবং এক মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিসিআরএ’র সাধারণ সম্পাদক জনাব দুলাল খান ও সহ-সাধারণ সম্পাদক পান্থ আফজাল।
বিসিআরএ’র এই ৩০ বছরের পথচলায় সংস্কৃতি সাংবাদিক ও শিল্পমনা ব্যক্তিবর্গের অংশগ্রহণে অনুষ্ঠানটি রূপ নেয় এক প্রাণবন্ত মিলনমেলায়।
















