প্রতিনিধি ১০ নভেম্বর ২০২৫ , ১:১৪:৪৯ প্রিন্ট সংস্করণ
আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: ময়মনসিংহে জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৯ নভেম্বর ২০২৫) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুফিদুল আলম।

সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার, সিভিল সার্জন, র্যাব, বিজিবি, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। তিনি মাদক, জুয়া, সন্ত্রাস ও সামাজিক অবক্ষয়ের বিরুদ্ধে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, যানবাহন চলাচল নিয়ন্ত্রণ, কিশোর অপরাধ দমন, ইভটিজিং প্রতিরোধ এবং মাদকবিরোধী অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় নেতা ও সমাজের সচেতন নাগরিকদের নৈতিকতা প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহ্বান জানান জেলা প্রশাসক।
সভায় জেলার শান্তি-শৃঙ্খলা রক্ষা, নাগরিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও জনসচেতনতা বৃদ্ধিতে সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

















