সারাদেশ

ধানমন্ডি ৩২-এ লাইভের প্রস্তুতির সময় সাংবাদিকের সামনে সাউন্ড গ্রেনেড বিস্ফোরণ

  প্রতিনিধি ১৮ নভেম্বর ২০২৫ , ১০:৫৩:২৭ প্রিন্ট সংস্করণ

মুক্তকথন ডেস্ক :  ধানমন্ডি ৩২ নম্বর এলাকার সামনে বিকেল ৪টার নিউজের জন্য লাইভে যুক্ত হওয়ার প্রস্তুতিকালে একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপের ঘটনা ঘটেছে। বাংলাভিশনের সাংবাদিক কেফায়েত শাকিল জানান, লাইভে সংযোগের মাত্র এক মিনিট আগে তাঁর একেবারে পায়ের সামনেই গ্রেনেডটি বিস্ফোরিত হয়। এতে তাঁর পাশেই থাকা একজন ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়েন।

 

তিনি বলেন, ঘটনাস্থলটি ছিল ধানমন্ডি ৩২-এর উল্টো পাশে নিউ মডেল ডিগ্রি কলেজের গেটসংলগ্ন এলাকা, যেখানে সংবাদকর্মীরা আশ্রয় নিয়ে অবস্থান করছিলেন। আশপাশে কোনো আন্দোলনকারী ছাত্রের জটলা না থাকলেও পুলিশের দিক থেকে সাউন্ড গ্রেনেডটি নিক্ষেপ করা হয় বলে তাঁর দাবি।

 

লাইফ ভেস্ট, হেলমেট ও হেডফোন পরা থাকায় তিনি বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পান এবং অল্প সময় পরই লাইভে যুক্ত হতে সক্ষম হন।

 

ঘটনার পর সেনাসদস্যরা সংবাদ সংগ্রহে থাকা সাংবাদিকদের চলাচল সীমিত করেন বলেও অভিযোগ করেন তিনি। তাঁর ভাষ্য, একটি নির্দিষ্ট জায়গায় সাংবাদিকদের আটকে রাখা হয়েছিল এবং নড়াচড়া করতে দেওয়া হয়নি।

 

এ ঘটনায় থাকা সাংবাদিকরা নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং প্রশ্ন তুলেছেন—সাংবাদিকদের উদ্দেশ্য করেই এমন পদক্ষেপ কেন নেওয়া হচ্ছে।

 

প্রশাসন বা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Authors

আরও খবর

Sponsered content