সারাদেশ

গাইবান্ধা জেলা স্টেডিয়াম পরিদর্শন করলেন বিসিবি পরিচালক আসিফ আকবর

  প্রতিনিধি ২১ নভেম্বর ২০২৫ , ৩:০৫:১০ প্রিন্ট সংস্করণ

রিয়ায এলাহী রাজন, গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধা জেলা স্টেডিয়াম মাঠ পরিদর্শন করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর। শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টার দিকে পৌর শহরের শচিন চাকী সড়কে অবস্থিত জেলা স্টেডিয়ামে তিনি উপস্থিত হন।

পরিদর্শন শেষে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে স্টেডিয়ামের হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার।

সভায় আসিফ আকবর বলেন, “ঢাকার মতো সারা দেশেই ক্রিকেটকে ছড়িয়ে দিতে চাই। এজন্য তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে।” তিনি আরও জানান, গাইবান্ধা স্টেডিয়ামের অবকাঠামো তুলনামূলক ভালো হলেও ঘাস কাটার মেশিন, রোলার, মেয়েদের জন্য আলাদা ড্রেসিং রুম, ইনডোর সুবিধা এবং উন্নত প্রশিক্ষণ ব্যবস্থার প্রয়োজন রয়েছে। এসব বিষয়ে বিসিবির পক্ষ থেকে দ্রুত সহযোগিতার আশ্বাস দেন তিনি।

Author

আরও খবর

Sponsered content