সারাদেশ

লক্ষ্মীপুরে উন্মুক্ত পাঠাগারের উদ্বোধন

  প্রতিনিধি ২২ নভেম্বর ২০২৫ , ১:৫২:৫২ প্রিন্ট সংস্করণ

লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে যুব ফাউন্ডেশনের উদ্যোগে শনিবার বিকেলে করপাড়া ইউনিয়ন এর গাজীপুর উচ্চবিদ্যালয় মাঠে “কথামালা গ্রন্থাগার” নামে একটি উন্মুক্ত পাঠাগার উদ্বোধন করা হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অবসরপ্রাপ্ত সচিব কামাল উদ্দিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর -১ রামগঞ্জ সংসদীয় আসনের সাবেক এমপি অধ্যক্ষ আনম শামছুল ইসলাম।
ফাউন্ডেশন এর সিনিয়র সহ-সভাপতি মো: জহিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক ডাঃ বিজয় কৃষ্ণ দাস, বিএলডিপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম,বীর মুক্তিযোদ্ধা তোফায়েল আহমেদ, প্রভাষক মিজানুর রহমান,বিশিষ্ট সমাজসেবক জাকির হোসেন চৌধুরী,
যুব ফাউন্ডেশন এর সভাপতি ও কথামালা গ্রন্হগার প্রতিষ্ঠাতা মুহাম্মদ ইসমাইল গাজী সহ অনেকে।
উন্মুক্ত পাঠাগার উদ্বোধন উপলক্ষে শিশু কিশোরদের মাঝে চিত্রাংকণ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

প্লে থেকে দশম শ্রেণি পর্যন্ত ৫০ টি শিক্ষাপ্রতিষ্ঠান হতে ২ শতাধিক শিক্ষার্থী চিত্রাংকন প্রতিযোগীতা অংশ নেন।
৪টি গ্রুপ হতে মোট ২০ জন শিক্ষার্থীকে সাটিফিকেট ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।কথামালা গ্রন্থগার এর প্রতিষ্ঠাতা মু. ইসমাইল গাজী জানান আমরা নানান কর্মসূচী হাতে নিয়েছি। শিক্ষা স্বাস্থ্য কে গুরুত্ব দিয়ে কাজ করবেন বলে তিনি জানান।

Author

আরও খবর

Sponsered content