মুক্তকথন

হালুয়াঘাটে মানবপাচার চক্রের চার নারী সদস্য গ্রেপ্তার, দশম শ্রেণির ছাত্রী উদ্ধার

  প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৫ , ৪:০১:৪২ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:

ময়মনসিংহের হালুয়াঘাটে মানবপাচার চক্রের চার নারী সদস্যকে গ্রেপ্তার করেছে হালুয়াঘাট থানা পুলিশ। এসময় মানবপাচারের লক্ষ্য থেকে দশম শ্রেণির এক শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত শিক্ষার্থীর মা জানান, গত ১৯ নভেম্বর হালুয়াঘাট মহিলা কলেজের সামনের রাস্তা থেকে প্রলোভন দেখিয়ে কৌশলে তার মেয়েকে নিয়ে যায় ওই চক্রের সদস্যরা। প্রথমে তাকে কড়াইতলী পার্কে ঘোরানো হয়, পরে ফুলপুর এলাকায় একটি ভাড়া বাসায় আটকে রাখা হয়।

পাচারকারীরা তাকে ঢাকায় নিয়ে বিভিন্ন ব্যক্তির সঙ্গে রাত্রীযাপনের মাধ্যমে উচ্চ আয় ও ভালো জীবনের প্রলোভন দেখায়। শুক্রবার (২১ নভেম্বর ২০২৫) বিকেলে তাকে ঢাকায় পাঠানোর উদ্দেশ্যে নাগলা বাজার বাসস্ট্যান্ডে নেওয়া হলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে শিক্ষার্থীকে উদ্ধার করে এবং চার নারী সদস্যকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃতরা হলো—

* জান্নাতুল ফেরদৌসী রিমা (২০), গ্রাম: আকনপাড়া
* শারমিন আক্তার সানু (১৯), গ্রাম: আকনপাড়া
* তাহমিনা আক্তার (২১)
* লাকি আক্তার (২৮), গ্রাম: মাসকা, কেন্দুয়া

হালুয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Authors

আরও খবর

Sponsered content