সারাদেশ

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ট্যাপেন্টাডলসহ দুই যুবকের আটক, ভ্রাম্যমাণ আদালতে ছয় মাসের সাজা

  প্রতিনিধি ২৩ নভেম্বর ২০২৫ , ১:৫৮:২৭ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি,হাসিনুজ্জামান মিন্টুঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মাদক সেবন ও বহনের দায়ে দুই যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (২৩ নভেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রকিবুল হাসান এই রায় ঘোষণা করেন। দণ্ডের পাশাপাশি প্রত্যেককে ১০০ টাকা করে অর্থদণ্ডও প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—পীরগঞ্জ উপজেলার জগথা এলাকার বাসিন্দা হাসেন আলীর ছেলে নুর হোসেন ও এন্তাজ আলীর ছেলে হোসেন।

জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক সাকিলার রহমান জানান, গোপন তথ্যের ভিত্তিতে একটি বিশেষ টহল দল জগথা হঠাৎপাড়া এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহভাজন দুই যুবককে আটক করা হয়। তাদের কাছ থেকে ট্যাপেন্টাডল ট্যাবলেটের ৯টি পিসসহ গুঁড়ো জাতীয় নেশাদ্রব্য উদ্ধার করা হয়।
পরবর্তীতে আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে উল্লিখিত দণ্ড দেন।

Author

আরও খবর

Sponsered content