সারাদেশ

রাণীশংকৈলে বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত, দলীয় নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান

  প্রতিনিধি ২৫ নভেম্বর ২০২৫ , ৩:০৬:২১ প্রিন্ট সংস্করণ

ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি,হাসিনুজ্জামান মিন্টুঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ নভেম্বর রাত ১০টার দিকে শান্তা কমিউনিটি সেন্টারে আয়োজিত এ সভায় উপজেলা বিএনপি’র সভাপতি আতাউর রহমান সভাপতিত্ব করেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। তিনি সংগঠনের নেতাকর্মীদের সংগঠিত ও সক্রিয় থাকার ওপর গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা ওয়াদুদ বিন নুর আলিফ।
বর্ধিত সভাটি পরিচালনা করেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি শাহাদাৎ হোসেন।
এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ-সভাপতি নুরনবী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট জয়নাল আবেদীন, কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক কামাল আনোয়ার আহাম্মদ, পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়ারুল হক জিয়া, পৌর বিএনপি সভাপতি শাহাজান আলী, সাধারণ সম্পাদক মহশিন আলী, সাংগঠনিক সম্পাদক এমআর বকুল মজুমদার, ইউনিয়ন বিএনপি সভাপতি জমিরুল ইসলাম, যুবদলের সাবেক সম্পাদক আক্তারুল ইসলামসহ ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
বর্ধিত সভায় দলকে শক্তিশালী করা, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং আগামীর কর্মসূচি সফল করার বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

Author

আরও খবর

Sponsered content