প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৫ , ৫:০২:০৪ প্রিন্ট সংস্করণ
মোঃ হাবিবুল্লাহ,ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে চার বছরের শিশু আনাস খান হ”ত্যা”র রহস্য উদঘাটন করেছে গাজীপুর জেলা ডিবি পুলিশ। প্রেমিকের সাথে কাটানো অন্তরঙ্গ মুহূর্তের দৃশ্য দেখে ফেলায় ওই শিশুটিকে হ”ত্যা করা হয়। অভিযুক্ত শাহিনূর বেগম ওরফে হাসিনাকে জিজ্ঞাসাবাদে এসব চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।

এর আগে নিখোঁজের তিন দিন পর সোমবার উপজেলার চিনাশুখানিয়া মধ্যপাড়া এলাকার একটি খালে কচুরিপানার নিচ থেকে ওই শিশুর অ’র্ধ’গ’লি’ত লাশ উদ্ধার করে ডিবি।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৭ নভেম্বর সকালে আনাস প্রতিদিনের মতো খেলনা সাইকেল নিয়ে প্রতিবেশী নজরুল মোল্লার বাড়িতে যায়। সেখানে উপস্থিত ছিলেন নজরুলের স্ত্রী শাহিনূর বেগম ও তার প্রেমিক মোমেন। এ সময় আনাস হঠাৎ ঘরে ঢুকে তাদের অন্তরঙ্গ অবস্থা দেখে ফেললে মোমেন শিশুটির গলা টিপে ধরে। পরে খাটের নিচে থেকে একটি ধারালো কাচি এনে আনাসের ডান চোখে আঘাত করলে ঘটনাস্থলেই মা”রা যায় সে। এদিকে হত্যার পর আনাসের লাশ বিলে ফেলে গুম করার চেষ্টা করা হয়।

















