সারাদেশ

তেতুলিয়া গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 

  প্রতিনিধি ২৬ নভেম্বর ২০২৫ , ৩:৩১:০৯ প্রিন্ট সংস্করণ

পঞ্চগড় জেলা প্রতিনিধি :খাদেমুল ইসলামঃ পঞ্চগড়ের তেতুলিয়া গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ২৬ নভেম্বর সকাল ৯ টা:৩০ মি: তেতুলিয়া প্রশাসন কক্ষে স্থানীয় সরকার প্রকৌশলী (এলজিইডি) আয়োজনে গ্রামীণ সড়কের কোর নেটওয়ার্ক ও সড়ক অগ্রাধিকার নির্ধারণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।তেতুলিয়া  কর্মশালায়

উপস্থিত ছিলেন পঞ্চগড় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর মাহমুদ জামান,আলোচক জিআইএস এনালিস্ট বেটস মোঃ মাহফুজুর রহমান,তেতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরু, তেতুলিয়া স্থানীয় সরকার প্রকৌশল মোঃ ইদ্রিস আলী,তেতুলিয়া কৃষি কর্মকর্তা, সাবরিনা আফরিন, তেতুলিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআই ও  মাইদুল ইসলাম,

তেতুলিয়া তিরনই হাট ইউপির চেয়ার ম্যান আলমগির হোসাইন, তেতুলিয়া ভজনপুর ইউপির চেয়ারম্যান মোসলেম উদ্দীন,তেতুলিয়া দেবনগর ইউপির চেয়ার ম্যান সোলেমান আলী,তেতুলিয়া ইউপির চেয়ার ম্যান মাসুদ করিম সিদ্দিক,

তেতুলিয়া বিএনপি সভাপতি শাহাদত হোসেন রঞ্জু,তেতুলিয়া বিএনপি যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন,সহ বিভিন্ন সরকারী কর্মকর্তা, কর্মচারী, রাজনৈতিক দলের নেতা কর্মী বৃন্দ। এ কর্মশালা  ৪০ জন ব্যক্তি  অংশ গ্রহণ করেন।

Author

আরও খবর

Sponsered content