প্রতিনিধি ২৭ নভেম্বর ২০২৫ , ৩:৫৫:০০ প্রিন্ট সংস্করণ
মোমিন আলি লস্কর, জয়নগর ভারতঃ গ্রামীন এলাকার কৃষিজীবীদের উজ্জীবিত করতে একাধিক ব্যবস্থা গ্রহণ করেছে রাজ্য সরকার। আর সেই প্রকল্পে পিছিয়ে নেই দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর এক নম্বর ব্লক।ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ কর্মসূচি হল জয়নগর বিধানসভার দক্ষিণ বারাসাতে। রাজ্য সরকারের সুন্দরবন বিষয়ক দপ্তর ও সুন্দরবন উন্নয়ন পর্ষদ এর সহযোগিতায় জয়নগরের বিধায়ক বিশ্বনাথ দাসের উপস্থিতিতে জয়নগর এক নম্বর ব্লকের হরিনারায়নপুর ও উত্তর দুর্গাপুর অঞ্চলের ৫০ জন কৃষককে কীটনাশক স্প্রে মেশিন ও ২৫ জন কৃষককে ধান ঝাড়ার মেশিন বিতরণ করলেন জয়নগরের বিধায়ক বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ দাস।

উপস্থিত জয়নগর বিধানসভার কেন্দ্রের বিধায়ক বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ দাস,জয়নগর এক নম্বর ব্লকের তৃনমূল কংগ্রেসের ব্লক সভাপতি তুহিন বিশ্বাস, হরিনারায়নপুর অঞ্চলের প্রধান সুজাউদ্দিন শেখ, হরিনারায়নপুর অঞ্চলের তৃনমূল কংগ্রেসের যুব সভাপতি সফিউদ্দিন মোল্লা(মুন্না দা) হরিনারায়নপুর অঞ্চলের অঞ্চল সভাপতি প্রতাপাদিত্য অধিকারী,দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়হীন বাহিনীর সহসভাপতি রাজু লস্কর, আই এন টি ইউ সির সভাপতি মাতিন হালদার , জাকির হোসেন মন্ডল, দপ্তরের আধিকারিকরা সহ দুটি অঞ্চলের নেতা নেতত্ব এবং বিশিষ্ট ব্যাক্তিবর্গগন।ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে জেলা জুড়ে ধান কাটার কাজ শুরু করবে কৃষকরা, তার আগে রাজ্য সরকারের উদ্যোগে ধান ঝাড়ার মেশিন পেয়ে খুশি কৃষকরা। বিধায়ক বিশ্বনাথ দাস সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আরো কয়েকদিন ধরে জয়নগর এক নম্বর ও দু’নম্বর ব্লকের সমস্ত গ্রাম পঞ্চায়েতের কৃষকদের হাতে তুলে দেয়া হবে কৃষি উপকরণ।
তিনি বলেন, মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সুন্দরবনের কৃষকদেরকে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্যে কৃষি কাজের ফলে বেশি উপার্জন করা উদ্দেশ্যে নিয়ে সুন্দরবন উন্নয়ন পর্ষদ আরো সাধারণ মানুষের সুবিধায় এগিয়ে আসবে। তিনি আরো বলেন ২০১১ সালের আগে যে সরকার ছিল তারা এইভাবে সাধারণ কৃষক শ্রমিক পাশে ছিল কি আমার জানা নেই। তাই আমি আমার মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন জানাই। হরিনারায়নপুর অঞ্চলের প্রধান সুজাউদ্দিন শেখ সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন জয়নগর বিধানসভার কেন্দ্রের বিধায়ক বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ দাস জয়নগর কেন্দ্রের উন্নয়নের কান্ডারী। মাননীয় মানবিক বিধায়ক বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ দাস জয়নগর সকল অসহায় মানুষের পাশে সদাসর্বদা থাকেন।আজ মানবিক বিধায়ক বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ দাস জয়নগর এক নম্বর ব্লকের দক্ষিণ বারাসত অটোস্ট্যান্ডের হরিনারায়নপুর অঞ্চলের এবং উত্তর দূর্গাপুর অঞ্চলের চাষীদের হাতে কৃষি যন্ত্রপাতি তুলে দিয়েছেন আমি হরিনারায়নপুর অঞ্চলের প্রধান সুজাউদ্দিন শেখ আমার রাজ্যে অভিভাবিকা মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমার প্রাণ প্রিয় জয়নগর উন্নয়নের কান্ডারী বিধায়ক বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ দাস কে আমার অঞ্চলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ অভিনন্দন জানাই।আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি ঈশ্বর যেন ওনাদের কে দীর্ঘ জীবি রাখে।

















