সারাদেশ

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় পাগলা থানা প্রবাসী ঐক্য পরিষদের আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

  প্রতিনিধি ৬ ডিসেম্বর ২০২৫ , ১:২১:০১ প্রিন্ট সংস্করণ

মোঃ আল আমিন,বিশেষ প্রতিনিধিঃ শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদ পাগলা থানা শাখার উদ্যোগে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের অগ্রদূত, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় এক বিশাল দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় গফরগাঁও উপজেলার পাগলা থানা এলাকার নিগুয়ারি ইউনিয়নের মাখল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে, যেখানে দুপুর থেকে এলাকাবাসী, সংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ মানুষের ঢল নামে।
অনুষ্ঠানের সার্বিক সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের সক্রিয় সদস্য ইব্রাহিম পাটোয়ারী এবং সভাপতিত্ব করেন  নায়ন শেখ।
দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত পরিচালনা করেন স্থানীয় মসজিদের ইমাম ও ওলামা মাশায়েখগণ। তারা বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু, রোগমুক্তি এবং দেশের রাজনৈতিক স্থিতিশীলতার জন্য আল্লাহর রহমত কামনা করেন।

নেতাকর্মীদের ঢল, আবেগঘন পরিবেশ
অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদ—পাগলা থানা শাখাসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল এবং অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনের অসংখ্য নেতা-কর্মী অংশগ্রহণ করেন। দোয়া মাহফিল চলাকালে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় হাত তুলে প্রার্থনা করেন।বিদেশ থেকে ভিডিও লাইভে যোগ দেন প্রবাসী নেতাকর্মীরা দেশের বাইরে থাকা যুক্তরাষ্ট্র, সৌদি আরব, কাতার, ওমান, মালয়েশিয়া, ইতালি ও সংযুক্ত আরব আমিরাতসহ বিভিন্ন দেশের বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী ঐক্য পরিষদের নেতাকর্মীরা ভিডিও লাইভের মাধ্যমে মাহফিলে যুক্ত হয়ে অংশগ্রহণ করেন। তারা ভার্চুয়ালি একাত্মতা প্রকাশ করে বলেন, “দেশনেত্রী আমাদের হৃদয়ের স্পন্দন। তিনি সুস্থ হয়ে উঠে বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নেতৃত্ব দেবেন—এটাই আমাদের বিশ্বাস।”

মোনাজাতে বেগম জিয়ার জন্য বিশেষ প্রার্থনা
শেষ মুহূর্তে অনুষ্ঠিত বিশেষ মোনাজাতে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্থতা, দীর্ঘায়ু এবং দেশের শান্তি, অগ্রগতি ও কল্যাণ কামনা করা হয়। মোনাজাত শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়।

Author

আরও খবর

Sponsered content