প্রতিনিধি ১০ ডিসেম্বর ২০২৫ , ২:৫৭:১৮ প্রিন্ট সংস্করণ
মুক্তকথন ডেস্কঃ “মুক্তকথন কল্যাণ ফাউন্ডেশন”-এর প্রতিষ্ঠাতা প্রধান ও চেয়ারম্যান, দৈনিক মুক্তকথন নিউজের প্রকাশক ও সম্পাদক এবং সাংবাদিক ঐক্য পরিষদ (সাওপ)-এর প্রতিষ্ঠাতা প্রধান ও চেয়ারম্যান জনাব সাংবাদিক ফাহাদ গত ৯ই ডিসেম্বর ২০২৫ তারিখে জাতিসংঘের সহযোগী সংস্থা UNIP অথাৎ UNITED NATURE INTERNATIONAL PEACE (UNITY OF NATURE) UNIP UN এর বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ পদ লাভ করেছেন। আন্তর্জাতিক অঙ্গনে এটি বাংলাদেশের জন্য নিঃসন্দেহে একটি সম্মানজনক স্বীকৃতি।

জনাব ফাহাদের এই অর্জনে দেশের সাংবাদিকতা ও স্বেচ্ছাসেবী অঙ্গনে আনন্দের ঢেউ লেগেছে। বিভিন্ন মহল থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে এবং তার এই সাফল্যে গর্ব প্রকাশ করা হয়েছে।
ইউএনআইপি (UNIP) একটি আন্তর্জাতিক সংস্থা যা প্রকৃতি ও পরিবেশ রক্ষার পাশাপাশি শান্তি প্রতিষ্ঠায় কাজ করে। জাতিসংঘের (United Nations) সঙ্গে এর সহযোগী সম্পর্ক রয়েছে। এই সংস্থার প্রেসিডিয়াম সদস্য হিসেবে জনাব ফাহাদের অন্তর্ভুক্ত হওয়া, আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে এবং পরিবেশ সুরক্ষার মতো গুরুত্বপূর্ণ ইস্যুতে দেশের কণ্ঠস্বরকে আরও জোরালো করবে।

জনাব ফাহাদ দীর্ঘদিন ধরে সাংবাদিকতা ও সমাজসেবার সঙ্গে জড়িত। তার নেতৃত্বাধীন “মুক্তকথন কল্যাণ ফাউন্ডেশন” সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এছাড়া, অপরাধ এবং অপরাধীর মুখোশ উন্মোচনে “দৈনিক মুক্তকথন নিউজ” সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরার পাশাপাশি ইতিবাচক সংবাদ পরিবেশনে সবসময় অগ্রণী ভূমিকা পালন করে। সাংবাদিক ঐক্য পরিষদ (সাওপ)-এর প্রতিষ্ঠাতা হিসেবে তিনি সাংবাদিকদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন।
ইউএনআইপি-তে বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য হিসেবে দায়িত্ব গ্রহণের পর জনাব ফাহাদ বলেন, “এই সম্মান আমার একার নয়, বরং বাংলাদেশের সকল মানুষের। আমি আমার উপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করতে অঙ্গীকারবদ্ধ। পরিবেশ সুরক্ষার পাশাপাশি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করব।”

তিনি আরও বলেন, আশাকরি এ অর্জন আমাদের প্রিয় সংগঠন “সাংবাদিক ঐক্য পরিষদ (সাওপ)” এর কাযক্রম পরিচালনা এবং আন্তজার্তিক ভাবে কাজ করার জন্য ব্যাপক ভাবে সহায়তা ভূমিকা পালন করবে। একই সাথে মুক্তকথন কল্যাণ ফাউন্ডেশন আরও বিস্তৃত পরিসরে পথশিশু সহ সমাজের কিছু সুবিধা বঞ্চিত অসহায় দরিদ্র মানুষের পাশে দাড়াতে সক্ষম হবে বলে। তিনি এও বলেন, এই অর্জন শুধু আমার নয়, এ অর্জন সাওপ এবং মুক্তকথন এর। সাওপ এর উপদেষ্টা মন্ডলি সহ প্রতিটি ত্যাগী সদস্যে, মুক্তকথন গ্রুপ এর প্রতিটি সদস্য সহ সারাদেশের প্রতিটি স্বেচ্ছাসেবীর অর্জন।নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী।
জনাব ফাহাদের এই সাফল্যে “মুক্তকথন পরিবার”-এর পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন জানানো হয়েছে এবং ভবিষ্যতেও তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করা হয়েছে।

















