উৎসব অনুৃষ্ঠান

১৬ ডিসেম্বর—গৌরব, ত্যাগ ও স্বাধীনতার চূড়ান্ত অর্জনের দিন।

  প্রতিনিধি ১৬ ডিসেম্বর ২০২৫ , ৬:১৫:০৩ প্রিন্ট সংস্করণ

মো:সোহেল ভোলা, জেলা প্রতিনিধিঃ মহান বিজয় দিবস আজ ১৬ ডিসেম্বর, মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে দীর্ঘ ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করে এবং স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বিশ্বের মানচিত্রে স্থান করে নেয় বাংলাদেশ।

 

মুক্তিযুদ্ধে ৩০ লক্ষ শহীদের আত্মত্যাগ এবং দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত এই বিজয় বাঙালি জাতির ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। বাঙালি জাতি নেতৃত্বে ও ঐক্যবদ্ধ হয়ে দখলদার শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে ছিনিয়ে আনে স্বাধীনতা।

 

দিনটি উপলক্ষে সারাদেশে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, বিজয় র‍্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সরকারি ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।

 

মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতার চেতনায় উজ্জীবিত করে, দেশপ্রেমে অনুপ্রাণিত করে এবং একটি সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ঐক্যবদ্ধ হতে শেখায়।

 

মহান বিজয় দিবস আমাদের স্বাধীনতার চেতনা ধারণ করে দেশ গঠন ও উন্নয়নে আত্মনিয়োগ করার প্রেরণা দেয়। এই দিনে জাতি গভীর শ্রদ্ধায় স্মরণ করে মুক্তিযুদ্ধের সকল শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের।

 

বিজয় দিবসের এই শুভক্ষণে জাতির সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা এবং দেশবাসীকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

Author

আরও খবর

Sponsered content