উৎসব অনুৃষ্ঠান

ভালুকায় নানা কর্মসূচিতে মহান বিজয় দিবস উদযাপন

  প্রতিনিধি ১৮ ডিসেম্বর ২০২৫ , ১১:৫৭:০৫ প্রিন্ট সংস্করণ

আবুল কালাম আজাদ, ময়মনসিংহ জেলা প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে ময়মনসিংহের ভালুকা উপজেলায় স্থানীয় প্রশাসন, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের উদ্যোগে নানা কর্মসূচি পালিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর ২০২৫) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা করা হয়।

 

পরে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপজেলা কেন্দ্রীয় মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

 

সকাল সাড়ে আটটায় ভালুকা সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিক অনুষ্ঠান শুরু হয়। কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরোজ হোসেন। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা সশস্ত্র সালাম প্রদর্শন করেন।

 

একই মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফিরোজ হোসেন এবং ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম। পরে বীর মুক্তিযোদ্ধা, সশস্ত্র বাহিনী ও বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লেতে অংশগ্রহণ করেন।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন, উপজেলা জামায়াতের আমীর সাইফ উল্লাহ পাঠান ফজলু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

দিনব্যাপী কর্মসূচির মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এবং বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে ভালুকাবাসী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

Author

আরও খবর

Sponsered content