প্রতিনিধি ২১ ডিসেম্বর ২০২৫ , ৩:০৬:৩৯ প্রিন্ট সংস্করণ
মোমিন আলি লস্কর,জয়নগর,ভারত : বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের সাড়ে ১৪বছরের উন্নয়নকে ঘরে ঘরে পৌঁছাতে রাজ্য জুড়ে শুরু হয়েছে উন্নয়নের পাঁচালি কর্মসূচি।আর সেই চিত্র লক্ষ্য পাওয়া গেল রবিবার বিকালে জয়নগর বিধানসভার সাহাজাদাপুর গ্ৰাম পঞ্চায়েত এলাকায় দক্ষিণ বিজয়নগর মিতালি সংঘের মাঠে।সাহাজাদাপুর মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এক কর্মী সম্মেলন হয়।এই মহতি সভায় উপস্থিত ছিলেন জয়নগর বিধানসভার বিধায়ক বিশিষ্ট শিক্ষক বিশ্বনাথ দাস, তৃণমূল কংগ্রেসের সভাপতি তুহিন বিশ্বাস,দক্ষিণ ২৪ পরগনা জেলা জয় হিন্দ বাহিনীর সহ -সভাপতি রাজু লস্কর, সাহাজাদাপুর অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি গোবিন্দ চন্দ্র হালদার , সাহাজাদাপুর পঞ্চায়েত প্রধান আকিজা খান,সাহাজাদাপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি তথা জয়নগর দু পঞ্চায়েত সমিতির খাদ্যের কর্মধ্যক্ষ ওয়াহিদ মোল্লা।

জয়নগর দু নম্বর ব্লক যুব সভাপতি তথা পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ কর্ণকান্তি হালদার,জয়নগর দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের জয় হিন্দ বাহিনীর সভাপতি মোনাজাত আলী খান ,জয়নগর ১ নং ব্লক তৃনমূল শ্রমিক সংগঠনের সভাপতি মাতিন হালদার,বিধান চন্দ্র হালদার, মনোজ মোদী সহ বিশিষ্ট ব্যাক্তি বর্গগন।এই মহতি সভা থেকে মহিলারা কিভাবে ঘরে ঘরে সরকারের সাড়ে ১৪ বছরের উন্নয়ন তুলে ধরবে সে বিষয়ে আলোপ আলচনা করা হয়।

















