অনুসন্ধান

অনলাইন যৌন হয়রানি প্রতিরোধে Save Our Women Bangladesh-এর কার্যকর হস্তক্ষেপ। কেস নং–৩৭ সফলভাবে সমাধান 

  প্রতিনিধি ২৩ ডিসেম্বর ২০২৫ , ১:১৬:১৪ প্রিন্ট সংস্করণ

হাসান মাহমুদ, মুক্তকথন ডেস্ক : অনলাইন পরিসরে নারীদের প্রতি যৌন হয়রানি দিন দিন উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করে অপরিচিত ব্যক্তিদের মাধ্যমে অশালীন বার্তা, আপত্তিকর ছবি ও পর্নোগ্রাফিক ভিডিও পাঠানো এখন একটি পরিচিত অপরাধ কৌশলে পরিণত হয়েছে। এমনই এক ঘটনার সফল সমাধান করেছে নারী অধিকার ও অনলাইন নিরাপত্তা নিয়ে কাজ করা সংগঠন Save Our Women Bangladesh।

সংগঠনটির তথ্যমতে, কেস নং–৩৭-এ ভুক্তভোগী এক নারী একটি অজ্ঞাত পরিচয়ের আইডি থেকে প্রথমে ‘নক’ পান। অপরিচিত হওয়ায় তিনি কোনো ধরনের সাড়া দেননি। কিন্তু রিপ্লাই না পেয়ে অভিযুক্ত ব্যক্তি পর্যায়ক্রমে অশালীন ও আপত্তিকর বার্তা পাঠাতে শুরু করে। একপর্যায়ে সে ভুক্তভোগীর আইডিতে পর্নোগ্রাফিক ভিডিও প্রেরণ করে, যা সুস্পষ্ট অনলাইন যৌন হয়রানির শামিল।

ঘটনার পর ভুক্তভোগী নারী মানসিকভাবে ভেঙে পড়লেও সাহসিকতার সঙ্গে Save Our Women Bangladesh–এর সঙ্গে যোগাযোগ করেন। অভিযোগ পাওয়ার পর সংগঠনটি বিষয়টিকে গুরুত্বের সঙ্গে গ্রহণ করে এবং প্রযুক্তিগত সহায়তার মাধ্যমে অভিযুক্ত ব্যক্তির পরিচয় শনাক্ত করে।

সংগঠনের পক্ষ থেকে অভিযুক্ত ব্যক্তিকে জবাবদিহির আওতায় আনা হলে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে সে তার কৃত অপরাধ স্বীকার করে। পাশাপাশি ভবিষ্যতে অনলাইনে কোনো ধরনের যৌন হয়রানি বা আপত্তিকর কর্মকাণ্ডে জড়াবে না—এ মর্মে লিখিত অঙ্গীকার প্রদান করে।

Save Our Women Bangladesh অভিযুক্ত ব্যক্তিকে স্পষ্টভাবে জানিয়ে দেয়, ভবিষ্যতে একই ধরনের অপরাধের পুনরাবৃত্তি হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না বলেও সংগঠনটি জানায়।

Save Our Women Bangladesh দীর্ঘদিন ধরেই অনলাইন ও অফলাইন—উভয় পরিসরে নারীদের নিরাপত্তা নিশ্চিত করতে সচেতনতামূলক কার্যক্রম, আইনি সহায়তা ও সরাসরি হস্তক্ষেপমূলক উদ্যোগ পরিচালনা করে আসছে। ভুক্তভোগীদের পাশে দাঁড়িয়ে ন্যায়বিচার নিশ্চিত করাই সংগঠনটির মূল লক্ষ্য।

সংগঠনটির বিশ্বাস—সমাধানযোগ্য প্রতিটি ঘটনা সামনে এলে একদিকে যেমন অপরাধীরা সতর্ক হবে, অন্যদিকে নারীদের জন্য অনলাইন পরিসর ধীরে ধীরে আরও নিরাপদ হয়ে উঠবে।

Authors

আরও খবর

Sponsered content