অভিযান

ত্রিশালে লাইসেন্সবিহীন রেস্তোরাঁ ও মূল্য তালিকা না রাখায় জরিমানা, মোবাইল কোর্ট পরিচালনা

  প্রতিনিধি ২৪ ডিসেম্বর ২০২৫ , ১:৩০:৫৭ প্রিন্ট সংস্করণ

ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে লাইসেন্সবিহীন রেস্তোরাঁ ও মূল্য তালিকা না রাখার দায়ে মোট ৬ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অদ্য ২৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে ত্রিশাল বাসস্ট্যান্ড এলাকায় পরিচালিত মোবাইল কোর্টে লাইসেন্স ব্যতীত ব্যবসা পরিচালনার দায়ে ‘সবুজ ছায়া রেস্তোরাঁ’ ও ‘ফাইভ স্টার ফার্স্ট ফুড’ নামীয় দুটি রেস্টুরেন্টের মালিককে বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন, ২০১৪ এর আওতায় মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।এছাড়াও অভিযানের অংশ হিসেবে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য তদারকি করা হয়। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করায় একটি দোকানের মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ৫০০ টাকা জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার, ত্রিশাল ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী। অভিযানে আইনগত সহায়তা প্রদান করেন ত্রিশাল থানার পুলিশ সদস্যবৃন্দসহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।জনস্বার্থে উপজেলা প্রশাসন, ত্রিশাল কর্তৃক এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

Author

আরও খবর

Sponsered content