প্রতিনিধি ২৯ ডিসেম্বর ২০২৫ , ৪:১২:০৩ প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ থেকে চীনে আসার জন্য পুরো টোটাল কত টাকা খরচ হবে সেটা ডিটেলসে এই পোস্টে আমি আপনাদের সাথে শেয়ার করলাম :

১. প্রথমে আপনাকে পাসপোর্ট করতে হবে এর জন্য লাগবে ৪,০২৫ টাকা ( রেগুলার ৫বছর ) / ৫,৭৫০ টাকা (রেগুলার ১০ বছর ) (সময় ১৫-২৫ দিন )
২. এরপর আপনার পুলিশ ক্লেয়ারেন্স করতে হবে ১,৫০০ টাকার মতো লাগবে (সময় ১০-১৫ দিন লাগতে পারে )
৩. এরপর আপনার একটা মেডিকেল ( ফরেন ফিজিক্যাল এক্সামিনেশন ফর্ম লাগবে ) ৫,৫০০ টাকার মতো ( সময় ১-২ দিন )
৪. ব্যাংক স্টেটমেন্ট ( অপশনাল / ডিপেন্ড অন ইউনিভার্সিটি )
৫. এরপর আপনার বিশবিদ্যালয় এ আপ্পলাই করার করার এপ্লিকেশন ফিস লাগবে ( বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে ৬,০০০ – ১০,০০০ টাকা পর্যন্ত অ্যাপ্লিকেশন ফি লাগে আবার অনেকগুলো বিশ্ববিদ্যালয় আছে যেখানে আপনার কোন অ্যাপ্লিকেশনটি লাগবে না তাই আপনি একটু গুগল করলেই পেয়ে যাবেন ।
(এপ্লিকেশন ফিস কিন্তু নন রেফান্ডাবেল থাকে )
৬. এডমিশন হওয়ার পর ভিসার জন্য ৬,২০০ টাকার আশেপাশে লাগবে যে টা এম্বাসি তে দিতে হবে ভিসা নেয়ার সময়
৭. ভিসা হওয়ার পর প্লেন এর টিকেট এর জন্য ২৫,০০০-৩২,০০০ টাকা লাগতে পারে ডিপেন্ডস ও আপনার উনিভার্সিটি লোকেশন কারণ চীন অনেক বড় দেশ ।
৮. এরপর আপনার চীন এ আসার পর মেডিকেল করার জন্য ৫,০০০-৬,০০০ টাকা লাগতে পারে ( অনেক বিশবিদ্যালয় বাংলদেশের মেডিকেল একসেপ্ট করে না )
৯. এরপর আপনার ভিসা কে ১ বছর এর জন্য রেসিডেন্ট পারমিট এ এক্সটেনশন করতে লাগবে ৪০০ rmb অথবা ৬৫০০ টাকার মতো ( প্রতি বছর একবার করতে হবে )
১০. হেলথ ইন্সুরেন্স এর জন্য লাগবে ৬০০-৮০০ rmb অথবা ১০,০০০-১৩,০০০ টাকা ( প্রতি বছর একবার করতে হবে )
১১. এরপর আপনার বেডিংস এর জন্য লাগতে পারে ৪,০০০-৬,০০০ টাকা ( নিজের ব্যাক্তিগত জিনিস )
১২. এরপর আপনার বই এর’ জন্য প্রতি বছর লাগতে পারে ৩,০০০-৪,০০০ টাকা ( আমি ব্যাচেলর এর সময় পিডিএফ ডাউনলোড করে দোকান থেকে প্রিন্ট করে নিতাম অথবা সেকেন্ড হ্যান্ড বই কিনতাম অনলাইন থেকে অনেক কম লাগতো )
এইতো সর্বমোট খরচ বাংলদেশ থেকে চীন এ আসা পর্যন্ত এবং চীন এ আসার পর ।আপনার বিশবিদ্যালয় যদি পে করা লাগে সেইটা এখন এ আসার পর পে করতে হবে ।

















