প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২৬ , ১:২৫:৪১ প্রিন্ট সংস্করণ
দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ভুয়া বিদেশি ভিসা ও কাজের পারমিট দেখিয়ে প্রবাসে পাঠানোর প্রলোভনে প্রায় সাড়ে ৩ কোটি টাকা আত্মসাৎয়ের অভিযোগ উঠেছে নরসিংদী সদর উপজেলার বাউশিয়া গ্রামের বাসিন্দা গোলজার হোসেনের বিরুদ্ধে। তিনি নিজেকে ঢাকার ‘দি গুলজার ওভারসীজ (Guljar Overseas)’–এর ম্যানেজিং ডিরেক্টর পরিচয় দিয়ে দীর্ঘদিন ধরে প্রতারণা করে আসছেন বলে ভুক্তভোগীদের দাবি।

ভুক্তভোগীরা জানান, গোলজার হোসেন সার্বিয়া, বেলারুশ, পর্তুগাল, রোমানিয়া ও ইউরোপের বিভিন্ন দেশের ভিসা দেওয়ার কথা বলে ভুয়া পারমিট সরবরাহ করেন। এভাবে প্রায় ৫০ জনের কাছ থেকে আনুমানিক সাড়ে তিন কোটি টাকার কাছাকাছি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। টাকা নেওয়ার পর তিনি যোগাযোগ বন্ধ করে দেন এবং ধরা পড়ার আশঙ্কায় বারবার অফিস ও বাসা পরিবর্তন করেন।
প্রতারণার শিকার সাইমন নামের এক ব্যক্তি বলেন, আমরা তাকে ধরলে সে ক্ষমা চেয়ে নানা আশ্বাস দিয়ে মুক্ত হয়। কিছুদিন পর আবার একই কৌশলে প্রতারণা শুরু করে। এতে বহু মানুষের প্রবাস-স্বপ্ন ভেঙে গেছে।
প্রতিষ্ঠান ও যোগাযোগের তথ্য (অভিযোগ অনুযায়ী, পূর্বের):
নাম: গোলজার হোসেন (Guljar Hossain)
পদবি: ম্যানেজিং ডিরেক্টর
প্রতিষ্ঠান: দি গুলজার ওভারসীজ (Guljar Overseas)
অফিস ঠিকানা: ৩৭/২, ফায়নাজ টাওয়ার, কালভার্ট রোড, পুরানা পল্টন, ঢাকা–১০০০
মোবাইল: +৮৮ ০১৩২৭ ৩১১৭২৩, +৮৮ ০১৬০৮ ০৪৭২৩৫
ইমেইল: info.guljaroverseas@gmail.com
ই–ট্রেড লাইসেন্স নং: TRAD/DSCC/021442/2023
ইস্যুকারী: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (DSCC)
অভিযোগকারীরা জানান, টাকা আত্মসাতের পর গোলজার হোসেন বর্তমানে পলাতক। তার অবস্থান নিশ্চিত করা যাচ্ছে না।
সন্ধানদাতার জন্য পুরস্কার ঘোষণা করে ভুক্তভোগীরা বলেন,গোলজার হোসেনের সঠিক ও কার্যকর সন্ধান দিতে পারলে সন্ধানদাতাকে এক লক্ষ টাকা (৳১,০০,০০০) পুরস্কার দেওয়ার ঘোষণা দেওয়া হবে।
ভুক্তভোগীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, আমরা এ ব্যাপারে প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি, যাতে অভিযুক্তকে আইনের আওতায় আনা হয় এবং ভবিষ্যতে আর কেউ প্রতারণার শিকার না হন। পাশাপাশি সাধারণ মানুষকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে বিষয়টি শেয়ার করে সহযোগিতার আহ্বান জানান তারা।

















