সারাদেশ

নেত্রকোনা-৫: বিএনপি ও ইসলামী আন্দোলনের প্রার্থী বৈধ, জামায়াতের স্থগিত ও জাপার মনোনয়ন বাতিল

  প্রতিনিধি ৩ জানুয়ারি ২০২৬ , ১:৩৬:৩৯ প্রিন্ট সংস্করণ

মোঃ হাবিবুল্লাহ, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোনা-৫ (পূর্বধলা) আসনে জমা পড়া চারটি মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে ভিন্ন ভিন্ন সিদ্ধান্ত দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। এতে বিএনপি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হলেও জামায়াতে ইসলামীর প্রার্থীর মনোনয়ন স্থগিত এবং জাতীয় পার্টির প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

​শনিবার বিকেলে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুর রহমান আনুষ্ঠানিকভাবে এ সিদ্ধান্তের কথা জানান।
​রিটার্নিং কর্মকর্তা জানান, জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী তার হলফনামায় একটি মামলায় নিজেকে ‘খালাসপ্রাপ্ত’ বলে উল্লেখ করেছেন। তবে যাচাই-বাছাইকালে পুলিশের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, ওই মামলাটি এখনো বিচারাধীন। তথ্যের এই অসঙ্গতির কারণে তার মনোনয়নপত্রটি আপাতত স্থগিত রাখা হয়েছে। এই অসঙ্গতি নিরসনে প্রয়োজনীয় তথ্য প্রদানের জন্য প্রার্থীকে আগামীকাল দুপুর ২টা পর্যন্ত সময় বেঁধে দেওয়া হয়েছে।
​অন্যদিকে, জাতীয় পার্টির প্রার্থীর হলফনামায় চলমান মামলার তথ্য গোপনের বিষয়টি প্রমাণিত হওয়ায় নির্বাচনী বিধিমালা অনুযায়ী তার মনোনয়নপত্রটি বাতিল করা হয়েছে।

​রিটার্নিং কর্মকর্তা আরও জানান, যেসব প্রার্থীর মনোনয়ন স্থগিত বা বাতিল হয়েছে, তারা নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। সেখানে প্রতিকার না পেলে সংক্ষুব্ধ প্রার্থীর উচ্চ আদালতে (হাইকোর্ট) রিট করার সুযোগ রয়েছে।
​এদিকে, যাচাই-বাছাইয়ের এই সিদ্ধান্তকে কেন্দ্র করে স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়েছে।

Author

  • আমার নামে কোনো অভিযোগ থাকলে এই ঠিকানায় (muktakathan247@gmail.com) অথবা 01307006206, 09638262545 এই নম্বরে যোগাযোগ করে আপনারা প্রমাণ সহ পাঠাতে পারেন। আমার পত্রিকা অফিস আমার অপরাধ প্রমাণ সাপেক্ষে আইন গত ব্যবস্তা নিতে পারবেন আমার অপরাধের বিষয়ে।

    View all posts

আরও খবর

Sponsered content