প্রতিনিধি ৫ জানুয়ারি ২০২৬ , ৬:০৫:০৪ প্রিন্ট সংস্করণ
ঠাকুরগাঁও প্রতিনিধি, হাসিনুজ্জামান মিন্টুঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ঠাকুরগাঁও-৩ (রানীশংকৈল-পীরগঞ্জ) আসনের অন্তর্গত রানীশংকৈল উপজেলার ৪নং লেহেম্বা ইউনিয়নে বিএনপির নির্বাচনী তৎপরতা আরও জোরদার করা হয়েছে। এ লক্ষ্যে গোগর আব্দুল জব্বার উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র এলাকার জন্য ধানের শীষ প্রতীকের একটি নির্বাচনী প্রচারণা কমিটি গঠন করা হয়।

কমিটি ঘোষণাকে ঘিরে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও-৩ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব মোঃ জাহিদুর রহমান জাহিদ। তিনি বলেন, জনগণের ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানীশংকৈল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লামা আল ওয়াদুদ বিন নূর (আলিফ)। এছাড়াও বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুদ্দোহা সামু, সহ-সভাপতি রাজু, সাধারণ সম্পাদক মোসালিন এবং সাংগঠনিক সম্পাদক আকতারুল ইসলাম।
অনুষ্ঠানে উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আওলাদ, উপজেলা ছাত্রদলের নেতা জিমসহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভা শেষে সর্বসম্মতিক্রমে মোঃ মাহমুদুন নবী পান্না বিশ্বাসকে নবগঠিত প্রচারণা কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। নেতারা ভোটকেন্দ্রভিত্তিক প্রচারণা জোরদার, সাধারণ ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং ধানের শীষের পক্ষে গণসংযোগ কার্যক্রম বিস্তারের ওপর গুরুত্বারোপ করেন।

















