সারাদেশ

যাত্রীর কাছে অতিরিক্ত ভাড়া চাওয়ায় গনপিটুনিতে বাসচালক-সুপারভাইজার নিহত।

  প্রতিনিধি ৯ এপ্রিল ২০২৪ , ১:১১:০৬ প্রিন্ট সংস্করণ

সাভার প্রতিনিধি : সাভার নবিনগরে অতিরিক্ত ভাড়া চাওয়ার অভিযোগে যাত্রীদের গনপিটুনিতে ইতিহাস পরিবহনের চালক ও সুপারভাইজার নিহত ।

আজ সোমবার রাতে গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাদের ।

নিহতরা হলেন ইতিহাস পরিবহনের চালক গাজীপুরের টঙ্গী এলাকার সোহেল রানা বাবু (২৬) ও সুপারভাইজার ময়মনসিংহ ফুলপুর এলাকার হৃদয় (৩০)।

এর আগে দুপুরে আশুলিয়ার নবীনগর–চন্দ্রা মহাসড়কে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ (ডিইপিজেড) এলাকায় মারধরের ঘটনা ঘটে।

পুলিশ জানায়, অতিরিক্ত ভাড়া আদায়কে কেন্দ্র করে বাসের চালক সোহেল রানা বাবু ও সুপারভাইজার হৃদয়য়ের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান যাত্রীরা। এক পর্যায়ে যাত্রীরা বাবু ও রানাকে মারধর করেন। দুইজনকে গুরুতর আহত অবস্থায় গাজীপুরের কাশিমপুরের শেখ ফজিলাতুন্নেছা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতে তাদের মৃত্যু হয়।

আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদুর রহমান বলেন, এ ঘটনায় আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

Author

আরও খবর

Sponsered content