সারাদেশ

বাংলার পাশাপাশি ইংরেজি ও আরবি ভাষায় সংবাদ প্রকাশ শুরু করেছে দৈনিক মুক্তকথন নিউজ

  প্রতিনিধি ৭ জানুয়ারি ২০২৬ , ৫:১৮:০৫ প্রিন্ট সংস্করণ

ডিজিটাল সাংবাদিকতার নতুন এক মাইলফলক স্পর্শ করলো দৈনিক মুক্তকথন নিউজ। পাঠকের তথ্যপ্রাপ্তিকে আরও বিস্তৃত, সহজ ও আন্তর্জাতিক পরিসরে পৌঁছে দিতে বাংলার পাশাপাশি ইংরেজি ও আরবি ভাষায় বাংলাদেশে সর্বপ্রথম সংবাদ প্রকাশ কার্যক্রম শুরু করেছে গণমাধ্যমটি।

দীর্ঘদিন ধরে বাংলা ভাষায় নিরপেক্ষ, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে পাঠকের আস্থা অর্জন করেছে দৈনিক মুক্তকথন নিউজ। সাফল্যের ৩য় বর্ষে পদার্পণ উপলক্ষে- সময়ের চাহিদা ও বিশ্বায়নের বাস্তবতা বিবেচনায় নিয়ে এবার বহুভাষিক সংবাদ প্রকাশের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশি, আন্তর্জাতিক পাঠক, গবেষক, শিক্ষার্থী ও আরবি ভাষাভাষী দেশগুলোর পাঠকরাও মুক্তকথন নিউজের সংবাদ সহজে জানতে পারবেন।

মুক্তকথন নিউজ কর্তৃপক্ষ জানায়, ইংরেজি ও আরবি ভাষায় প্রকাশিত সংবাদগুলো অনুবাদের পাশাপাশি বিষয়ভিত্তিক সম্পাদনার মাধ্যমে আন্তর্জাতিক মান বজায় রেখে প্রকাশ করা হবে। এতে দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজ, শিক্ষা, স্বাস্থ্য, সংস্কৃতি, আন্তর্জাতিক সম্পর্কসহ গুরুত্বপূর্ণ বিষয়গুলো বৈশ্বিক পাঠকের সামনে উপস্থাপন করা সম্ভব হবে।

এই উদ্যোগ সম্পর্কে দৈনিক মুক্তকথন নিউজের সম্পাদকমন্ডলীরা বলেন,“সংবাদ শুধু একটি ভাষার মধ্যে সীমাবদ্ধ থাকলে তার পরিধি সংকুচিত হয়। কেবল বাংলা জানা এবং বাংলা ভাষার ব্যবহারকারীরাই বিশেষ করে বাংলা ভাষার জনগণই জানতে পারেন। কিন্তু যদি একই সাথে ইংরেজি এবং আরবি ভাষায় স্বয়ংক্রিয় ভাবে অনুবাদক বা টান্সলেটর সিস্টেম চালু থাকে তাহলে খুব সহজেই অন্য দেশের এবং কি আন্তর্জাতিক পযার্য়ের মানুষ সহজেই সবার আগে সঠিক সংবাদ জানতে পারবেন।

আমরা চাই বাংলাদেশের কথা বিশ্ব দরবারে পৌঁছে দিতে এবং একইসঙ্গে আন্তর্জাতিক ঘটনাবলি দেশের পাঠকের কাছে আরও সহজভাবে তুলে ধরতে। সে লক্ষ্যেই ইংরেজি ও আরবি ভাষায় সংবাদ প্রকাশের সিদ্ধান্ত।”

বিশেষজ্ঞদের মতে, বহুভাষিক সংবাদ প্রকাশ গণমাধ্যমের গ্রহণযোগ্যতা ও প্রভাব বাড়ায়। একইসঙ্গে এটি তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করে এবং বিভিন্ন ভাষাভাষী মানুষের মধ্যে যোগাযোগের সেতুবন্ধন তৈরি করে। মুক্তকথন নিউজের এই উদ্যোগ বাংলাদেশের অনলাইন সাংবাদিকতায় একটি ইতিবাচক ও যুগোপযোগী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য, দৈনিক মুক্তকথন নিউজ আগামীতেও প্রযুক্তিনির্ভর আধুনিক সাংবাদিকতা, ফ্যাক্টচেকভিত্তিক রিপোর্টিং এবং পাঠকবান্ধব কনটেন্ট উন্নয়নে কাজ করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছে কর্তৃপক্ষ।

এই বহুভাষিক যাত্রার মাধ্যমে দৈনিক মুক্তকথন নিউজ দেশ ও দেশের বাইরে সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সংবাদ পৌঁছে দেওয়ার অঙ্গীকার আরও দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করলো।

Author

আরও খবর

Sponsered content