সাহিত্যে

“ক্ষুধা রাজ্যে” লেখক তাছলিমা আক্তার মুক্তা

  প্রতিনিধি ৯ জানুয়ারি ২০২৬ , ১২:৩৪:৩১ প্রিন্ট সংস্করণ

ক্ষুধা রাজ্যে
তাছলিমা আক্তার মুক্তা

চড়ুই পাখির ছানা
খুঁজছে একটু খানা
কয়েকটা দিন টানা
পাবে কোথায় খাবার
নেইকো তাদের জানা।

এক দুটো দিন করে
ক্ষুধার রাজ্য ধরে
উড়ছে দুটো বাচ্চা
করে দাও একটুখানি
খাবারের ব্যবস্থা ।

সবাই চেয়ে শুধু দেখে
কেউ কি খবর রাখে?
এতিম দুটো পাখি
অশ্রু টলটল আঁখি।
বাঁচার নেইকো রাস্তা।

এপাশ ওপাশ ডাকি
অবুঝ দুটো পাখি
পায়নি খুঁজে মা’কে
কে-বা আগলে রাখে
ছোট্ট ছানাদেরকে।

Author

আরও খবর

Sponsered content