প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২৬ , ১২:৪২:১৯ প্রিন্ট সংস্করণ
সাজ্জাদ মাহমুদ মনির, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ সুনামগঞ্জের ছাতকে কর্মরত দুই সাংবাদিকের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো ও মানহানির অভিযোগে আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) সুনামগঞ্জের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই মামলা দায়ের করেন দৈনিক ঘোষণা ও দৈনিক জবাবদিহির ছাতক প্রতিনিধি মো. ফজল উদ্দিন। মামলায় আসামি করা হয়েছে ছাতক পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তানভির আহমেদ জাকির ও দোয়ারাবাজার উপজেলার গদারমহল গ্রামের আবদুস সালাম কে।
মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের ২৭ ডিসেম্বর আবদুস সালামের প্রত্যক্ষ সহযোগিতায় তানভির আহমেদ জাকির ফেসবুকে নিজের আইডি থেকে সাংবাদিক ফজল উদ্দিন ও দৈনিক সমকাল, নিউএজ ও উত্তরপূর্বের প্রতিনিধি শাহ্ মোহাম্মদ আখতারুজ্জামান এর বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট ও মানহানিকর তথ্য প্রচার করে। এতে তাদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন হয় এবং পেশাগতভাবে হেয় প্রতিপন্ন হন।
বাদী সাংবাদিক ফজল উদ্দিন অভিযোগ করেন, অভিযুক্তরা কোন প্রকার বক্তব্য বা অনুমতি না নিয়েই তাদের ছবি ও নাম ব্যবহার করে বিভ্রান্তিকর ও কুরুচিপূর্ণ পোস্ট দেয়, যা সরাসরি সাংবাদিকদের পেশাগত মর্যাদায় আঘাত করেছে।
মামলাটি আমলে নিয়ে আদালত ডিভি পুলিশকে তদন্তের নির্দেশ দিয়েছেন, জানিয়েছেন বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আবুল ফজল মোহাম্মদ ফাহিম।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

















