সারাদেশ

মধ্যনগরে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন উপদেষ্টা ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার

  প্রতিনিধি ১১ জানুয়ারি ২০২৬ , ১২:৪৭:০০ প্রিন্ট সংস্করণ

সুরঞ্জন তালুকদার (মধ্যনগর প্রতিনিধি): সুনামগঞ্জের নবগঠিত মধ্যনগর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন মধ্যনগর উপজেলার কৃতিসন্তান বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা ডা.বিধান রঞ্জন রায় পোদ্দার।

১১জানুয়ারী রোববার সদর ইউনিয়নের নিজগ্রামের গলহা সরকারি প্রাথমিক বিদ্যালয়,জমশেরপুর ও মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন শেষে নিজবাস ভবণে অবস্থান নেন।

উপদেষ্টা অধ্যাপক ডাঃবিধান রঞ্জন রায় পোদ্দার দুপুরে মধ্যনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনকালে সাংবাদিকদের বলেন, ঝড়ে পড়া শিক্ষার্থীদের বিবেচনায় পদক্ষেপ নেওয়া হচ্ছে। মধ্যনগর উপজেলার প্রাথমিক শিক্ষক সংকট তুলে ধরলে তিনি বলেন খুব শিগ্রই শিক্ষক সংকট নিরসন হবে। নিয়োগ পক্রিয়া চলমান রয়েছে। ফিডিং কর্মসূচির বিষয়ে বলেন ক্রমান্বয়ে সবগুলো বিদ্যালয় ফিডিং কর্মসূচির আওতাভুক্ত করা হবে।

 

পরিদর্শনের সময় সাথে উপস্থিত ছিলেন, সচিব আবু নাসের মো: মাসুদ রানা, সিলেট বিভাগের বিভাগীয় উপ-পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদার,সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহনলাল দাস,সুপারিন্টেন্ডেন্ট পিটিআই সুনামগঞ্জ দীপংকর মোহন্ত , সুপারিন্টেন্ডেন্ট পিটিআই সিলেট মো. আবুল কাশেম , ধর্মপাশা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও জনি রায়, মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উজ্জ্বল রায়, মধ্যনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ শাহাবুদ্দীন শাহীন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মধ্যনগর মোহাম্মদ দেলোয়ার হোসেন, ইউআরসি ইন্সট্রাক্টর মো. আশরাফ উল আলম, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.আব্দুল আউয়াল মিয়া ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. সাজ্জাদ হোসেন প্রমুখ

Author

আরও খবর

Sponsered content

বটিয়াঘাটা বাজার মসজিদের উদ্দোগে ২৪ তম বাৎসরিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

পটিয়া কাশিয়াইশ ইউনিয়ন বিএনপির দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

“মাদক ছেড়ে কলম ধরো, আলোকিত জীবন গড়ো”-উৎফল বড়ুয়া সিলেটে দৈনিক ইনফো বাংলা’র মাদক বিরোধী ক্যাম্পিং এ বক্তারা

মির্জা ফখরুলসহ পরিবারের সদস্যদের ভাবমুর্তি ক্ষুন্ন করার প্রতিবাদে কর্মসুচি

নিবন্ধন পেল সামাজিক সংগঠন ‘ইউনাইটেড ইয়ুথ ব্লাড ডোনেশন সোসাইটি’

নগরীর বিমানবন্দর থানার ৫ নং ওয়ার্ডে দাঁড়িপাল্লার সমর্থনে জনসাধারণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান