প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৬ , ১:১৫:৩১ প্রিন্ট সংস্করণ
ঠাকুরগাঁওয়ের প্রতিনিধি,হাসিনুজ্জামান মিন্টুঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৬নং ইউনিয়নে মোটরসাইকেল চুরির চেষ্টা ভেস্তে দিয়েছে স্থানীয় জনতা। মঙ্গলবার দুপুরে তরফ গাজী মাদ্রাসার পাশে একটি বিয়ে অনুষ্ঠানের বাড়ির সামনে ঘটে এ ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিয়ে বাড়ির সামনে রাখা একটি ১২৫ সিসি ডিসকভার মোটরসাইকেল নিয়ে সন্দেহজনকভাবে দুই ব্যক্তি ঘোরাফেরা করছিল। একপর্যায়ে মোটরসাইকেল সরানোর চেষ্টা করলে এলাকাবাসীর নজরে পড়ে যায় বিষয়টি। তখন উপস্থিত লোকজন তাদের ধাওয়া করে আটক করে।
আটক হওয়ার পর দুই ব্যক্তি নিজেদের পরিচয় প্রকাশ করে জানায়, তারা রাণীশংকৈল উপজেলার ৪নং লেহেম্বা ইউনিয়নের বাসিন্দা। তাদের বাড়ি ৮২ বাজার এলাকার বরমপুর প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী স্থানে। আটককৃতরা হলেন—সোহেল রানা (৩৫), পিতা আবু জাহাঙ্গীর এবং রুবেল (৩২), পিতা শাহজাহান আলী।
পরে স্থানীয়দের পক্ষ থেকে পীরগঞ্জ থানায় বিষয়টি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে তাদের হেফাজতে নিয়ে যায়। এ ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা ও কৌতূহল দেখা দেয়।

















