সারাদেশ

পাইকগাছায় মধুমিতা পার্কের অবৈধ স্থাপনা উচ্ছেদ

  প্রতিনিধি ১৩ জানুয়ারি ২০২৬ , ২:০১:০৫ প্রিন্ট সংস্করণ

এফ,এম,এ রাজ্জাক, খুলনা প্রতিনিধিঃ পাইকগাছায় মধুমিতা পার্কের অবৈধ স্থাপনা উপজেলা আওয়ামীলীগ অফিস উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে। ১৩ জানুয়ারি মঙ্গলবার সকাল থেকে সুপ্রিমকোর্টের আদেশে এ উচ্ছেদ কার্যক্রমে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সহকারী কমিশনার ইমরান হাসান। এসময় উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ফজলে রাব্বী সহ থানা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অবৈধ স্থাপনা অপসারণের সময় শত শত উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যায়।

 

তারা মধুমিতা পার্কটিকে চিত্তবিনোদনের জন্য সৌন্দর্য বৃদ্ধিতে নানাবিধ উদ্যোগের গ্রহণে জেলা পরিষদ সহ সংশ্লিষ্টদের নিকট দাবী জানিয়েছেন। জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সহকারী কমিশনার ইমরান হাসান দৈনিক জন্মভূমি’র এ প্রতিনিধিকে জানান, সরকারি সম্পদ রক্ষা এবং সুপ্রিমকোর্টের আদেশ বাস্তবায়নে পাইকগাছা উপজেলার মধুমিতা পার্কের অবৈধ স্থাপনা অপসারণ করা হচ্ছে।

Author

আরও খবর

Sponsered content