সারাদেশ

বিনা অনুমতিতে ৯ মাস কর্মস্থলে অনুপস্থিত সওজ পিরোজপুরের প্রকৌশলী,বিভাগীয় ব্যবস্থা চলমান

  প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৬ , ১২:২৪:৩৪ প্রিন্ট সংস্করণ

মোঃ নুরুজ্জামান খোকন (পিরোজপুর): সড়ক ও জনপথ বিভাগ (সওজ) পিরোজপুর উপ-বিভাগে কর্মরত উপ-সহকারী প্রকৌশলী আবুল খায়ের সুমন দীর্ঘ নয় মাস ধরে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় দপ্তরের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

সওজ পিরোজপুর সূত্রে জানা গেছে,আবুল খায়ের সুমন গত ২৩ এপ্রিল ২০২৫ থেকে কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। তার দায়িত্বাধীন সড়ক উন্নয়ন ও রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন প্রশাসনিক কার্যক্রম যথাসময়ে সম্পন্ন করা সম্ভব হচ্ছে না।

কর্তৃপক্ষ জানায়,তাকে কর্মস্থলে ফেরাতে একাধিকবার অফিসিয়াল চিঠি দিয়ে ব্যাখ্যা চাওয়া হলেও এখন পর্যন্ত তার পক্ষ থেকে কোনো জবাব পাওয়া যায়নি।পাশাপাশি মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টাও ব্যর্থ হয়েছে।
বিষয়টি গুরুতর হওয়ায় গত বছরের ২০মে সওজ পিরোজপুর উপ-বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী টি এম রাজিবুল আলীম রাজু বাদী হয়ে পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি)দায়ের করেন।

এ বিষয়ে সওজ পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন,“আমরা বিভিন্নভাবে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছি। একাধিকবার চিঠি পাঠানো হলেও কোনো সাড়া পাওয়া যায়নি। তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে। তার অনুপস্থিতিতে অফিসের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।”
এদিকে সড়ক ও জনপথ বিভাগ, সড়ক সার্কেল বরিশালের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ মাসুদ খান জানান,উপ-সহকারী প্রকৌশলী আবুল খায়ের সুমনের বিরুদ্ধে অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় বিভাগীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Author

আরও খবর

Sponsered content