প্রতিনিধি ১৪ জানুয়ারি ২০২৬ , ২:২৮:৫৩ প্রিন্ট সংস্করণ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির প্রশিক্ষণ কার্যক্রম আগামী ২২ জানুয়ারি থেকে শুরু হবে এবং চলবে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
বুধবার নির্বাচন কমিশনের নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “২২ জানুয়ারি থেকে প্রিজাইডিং ও সহকারী প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। এ প্রশিক্ষণের আওতায় ৮ লাখের বেশি কর্মকর্তা নির্বাচনি দায়িত্ব পালনে প্রয়োজনীয় প্রশিক্ষণ পাবেন।”
ইসি সূত্রে জানা গেছে, তফসিল অনুযায়ী বর্তমানে প্রার্থিতা চূড়ান্ত করার কার্যক্রম চলছে।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়: ২০ জানুয়ারি
চূড়ান্ত প্রার্থী তালিকা ও প্রতীক বরাদ্দ: ২১ জানুয়ারি
প্রচারণা শুরু: ২২ জানুয়ারি
প্রচারণা শেষ: ১০ ফেব্রুয়ারি সকাল ৭টা ৩০ মিনিট পর্যন্ত
ভোটগ্রহণ: ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) সকাল ৭টা ৩০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত
ইসি জানিয়েছে, নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করতে মাঠপর্যায়ে নিয়োজিত কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে এই প্রশিক্ষণ কর্মসূচিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
















