সারাদেশ

রানীশংকৈলে পৌর যুবদলের নির্বাচনী প্রস্তুতি: উঠান বৈঠকে তৃণমূলের সাড়া

  প্রতিনিধি ১৬ জানুয়ারি ২০২৬ , ৩:২৪:৪৯ প্রিন্ট সংস্করণ

রানীশংকৈল প্রতিনিধি,হাসিনুজ্জামান মিন্টুঃ আসন্ন নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও ৩ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জাহিদুর রহমান জাহিদের মাঠপর্যায়ে রাজনৈতিক তৎপরতা জোরালো করেছে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল পৌর যুবদল। এরই ধারাবাহিকতায় পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে স্থানীয় জনগণের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপনে আয়োজন করা হয় নির্বাচনী উঠান বৈঠক।

বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে রানীশংকৈল পৌর বিএনপির সভাপতি অধ্যক্ষ শাহাজান আলী বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠায় বিএনপি দীর্ঘদিন ধরে সংগ্রাম করে যাচ্ছে। জনগণের সমর্থন নিয়েই আগামীর রাজনীতিতে এগিয়ে যেতে চায় দলটি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কেন্দ্রীয় যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল আনোয়ার আহমেদ। তিনি বলেন, তরুণ সমাজই দেশের ভবিষ্যৎ—তাই একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য যুবসমাজকে সংগঠিত ভূমিকা রাখতে হবে।

উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আখতারুল ইসলাম আক্তার তার বক্তব্যে জানান, জনগণের ন্যায্য দাবি আদায়ে যুবদল অতীতের মতো আগামীতেও সক্রিয় থাকবে এবং মাঠে থেকেই আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাবে।

এ সময় পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত থেকে কর্মসূচিতে অংশ নেন। বৈঠক শেষে পৌর যুবদলের সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক মমিন, সাংগঠনিক সম্পাদক মুক্তারুলসহ অন্যান্য নেতারা স্থানীয় ভোটারদের সঙ্গে ঘনিষ্ঠ আলোচনা ও মতবিনিময়ে অংশ নেন।

উঠান বৈঠকটি স্থানীয় রাজনীতিতে নতুন গতি সঞ্চার করেছে বলে মন্তব্য করেন উপস্থিত নেতাকর্মীরা।

Author

আরও খবর

Sponsered content