সারাদেশ

সাভারে এসি বিস্ফোরণে গুরুতর ৩ সহ মোট আহত ৮।

  প্রতিনিধি ১৬ এপ্রিল ২০২৪ , ৫:২৫:০১ প্রিন্ট সংস্করণ

সাভার প্রতিনিধি: সাভারের একটি কাপড়ের দোকানে এসির বিস্ফোরণ ঘটে অন্তত তিনজন দগ্ধ হয়েছেন এবং আহত হয়েছেন আরও পাঁচ। দগ্ধদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে ভর্তি করা হয়েছে।

সোমবার আনুমানিক রাত ৮:২৪ এর দিকে সাভারের গেন্ডা বাসস্ট্যান্ড এলাকার আদ্রিতা ফেব্রিক্স অ্যান্ড টেইলার্স নামের একটি দোকানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন, সাভারের গেন্ডা এলাকার বাসিন্দা ও আদ্রিতা ফেব্রিক্স এন্ড টেইলার্স মালিক মো. ইউসুফ (৪৫), সাভার পৌরনভার তালবাগ এলাকার নাহিদ (৪৩) ও মালিহা নামের এক নারী। এছাড়া কাঁচ ভেঙে আহত হয়েছেন মো. আমজাদ (৬৭), বাবুল (৪৫) সহ কমপক্ষে ৫ জন। আহত বাকি তিন জনের নাম পরিচয় পাওয়া যায় নি।

এঘটনায় আহত বাবুল বলেন, আমরা ৪/৫ জন দোকানের সামনে দাঁড়িয়ে ছিলাম। পরে বিকট শব্দে এসি বিস্ফোরণ হয়। বিস্ফোরণে দোকানের টিনের চালা উড়ে যায়। এসময় দোকানের সামনে থাকা কাঁচ ভেঙে আমাদের ওপর পরলে আমাদের শরীরের বিভিন্ন স্থানে কেটে যায় এবং দোকানের মালিক ইউসুফ, তার বন্ধুসহ তিনজন দগ্ধ হয়। পরে স্থানীয়রা আমাদের উদ্ধার করে হাসপাতালে নেয়।

এনাম মেডিকেল কলেজের দায়িত্বরত চিকিৎসক ডা. রাসেল বলেন, আমাদের হাসপাতালে ইউসুফ ও নাহিদ নামের দুইজন দগ্ধ অবস্থায় আসে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে উন্নত চিকিৎসার জন্য তাদের শেখ হাসিনা জাতীয় বার্ণ ইনস্টিটিউটে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মেহেরুর ইসলাম বলেন, রাত ৮-৮:৩০ টার দিকে ওই দোকানে এসি বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা দগ্ধদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।

Author

আরও খবর

Sponsered content

উত্তরায় ৩০০ অসহায় মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ উওরাস্হ বগুড়া সোসাইটির মানবিক উদ্যোগে প্রশংসার জোয়ার

ময়মনসিংহে ভাতিজার হাতে চাচা খুন

নগরীর বিমানবন্দর থানার ৫ নং ওয়ার্ডে দাঁড়িপাল্লার সমর্থনে জনসাধারণের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন সিলেট জেলা আমীর ও সিলেট-১ আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান

বটিয়াঘাটা বাজার মসজিদ ও মাদ্রাসায় ইফতার মাহফিলে এমপি ননী গোপাল মন্ডল

বাল্যবিবাহ প্রতিরোধে নতুন পদক্ষেপ — ২২ ও ১৮ বছরের কমে বিবাহ হলে নিবন্ধন বন্ধ

জয়পুরহাটে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার, সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি বন্ধুদের মানববন্ধন