বিশ্ব

মমতাজ বেগম নার্সিং ইনস্টিটিউট নলেজ সিটির ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন প্রিন্সিপাল আব্দুল রব

  প্রতিনিধি ১৭ জানুয়ারি ২০২৬ , ১:২৬:০৭ প্রিন্ট সংস্করণ

মোমিন আলি লস্কর দক্ষিণ ২৪পরগনা,ভারত:- শুক্রবার ১৬ই জানুয়ারী বেলা ১০টা নাগাদ প্রিন্সিপাল আব্দুর রবের ঐকান্তিক প্রচেষ্টায় মমতাজ বেগম নার্সিং ইনস্টিটিউট নলেজ সিটি কলেজের শুভ উদ্বোধনের অনুষ্ঠিত হয়। এই দিন প্রিন্সিপাল আব্দুল রব সহ বিশিষ্ট ব্যাক্তিগনে উপস্থিতে ফিতে কেটে এই কলেজের শুভ উদ্বোধন করে।

 

শুভ উদ্বোধনে উপস্থিত ছিলেন মইনুল হাসান,ডাক্তার সুব্রত ঘোষ মেহবুবা বেগম, দিল্লির পাবলিক স্কুলের প্রিন্সিপাল সহ আরও অন্যান্য বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থী সহ গুরুজনেরা এদিন উদ্বোধনের এর পাশাপাশি বিভিন্ন অনুষ্ঠানে মধ্য দিয়ে মমতাজ বেগম নার্সিং ইনস্টিটিউট নলেজ সিটি কলেজের নবীন বরণ অনুষ্ঠিত হয়।উপস্থিত সকল বিশিষ্ট ব্যক্তিবর্গ নলেজ সিটি চেয়ারম্যান আব্দুর রবকে এমন মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।

 

উদ্বোধনের পর প্রিন্সিপাল আব্দুল রব সাংবাদিকের মুখেমুখি হয়ে বলেন আমরা আজ আট জন ছাত্রী নিয়ে শুরু করলাম।নার্সিং ও মিডওয়াইফারি গুরুত্বপূর্ণ জনসেবামূলক পেশা। এই পেশায় একদিকে যেমন মানুষের সেবা করা যায় তেমনি এই পেশার ভবিষ্যত অত্যন্ত উজ্জ্বল। নবীনবরণ অনুষ্ঠানে ফুল দিয়ে নবীন শিক্ষার্থীকে বরণ করে নিচ্ছেন মমতাজ বেগম নার্সিং ইনস্টিটিউট নলেজ সিটির টিচার ম্যামেরা।মমতাজ বেগম নার্সিং ইনস্টিটিউট নলেজ সিটির ম্যাম বলেন- নার্সিং পেশার মহত্ত্ব, দায়িত্বশীলতা এবং মানবসেবার প্রতি ভালোবাসা প্রকাশ করেন। নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে সাহস, আত্মবিশ্বাস ও আন্তরিকতার সাথে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি।

“নার্সিং শিক্ষার্থীদের নতুন যাত্রার সূচনা”প্রিয় শিক্ষার্থীদের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। সম্মানিত চেয়ারম্যান স্যার, প্রিন্সিপাল ম্যাম ও শিক্ষক মণ্ডলীর উপস্থিতিতে প্রথমে মঞ্চে শিক্ষার্থীদের একটি করে গোলাপ ফুল দিয়ে আট জন নতুন নার্সিং ছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানের মাধ্যমে ভবিষ্যৎ সেবাধর্মী জীবনের পথে তারা এক নতুন অঙ্গীকারবদ্ধ হলো।নার্সিং শুধু একটি পেশা নয়, এটি মানবতার সেবার মহান ব্রত। এই ক্যাপ শিক্ষার্থীদের দায়িত্ব, সততা ও মানবিকতার প্রতীক।তিনি আরো
বলেন আমরা বিশ্বাস করি, আমাদের শিক্ষার্থীরা আগামী দিনে দক্ষতা, নৈতিকতা ও সহানুভূতির মাধ্যমে সমাজ ও দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।জীবন বাঁচানোর সময় সঠিক ঔষধ, সঠিক সময়ে, সঠিক ডোজে দেওয়া একজন নার্সের সবচেয়ে বড় দায়িত্ব।
মঞ্চে একসাথে জ্ঞানের সেতুবন্ধন জুনিয়রদের অনুপ্রেরণা, সিনিয়রদের অভিজ্ঞতা, সব মিলিয়ে এক অনন্য মিলনবন্ধন। মমতা আর মানবসেবার এক আজীবন প্রতিশ্রুতির প্রতীক।

স্বাস্থ্যসেবার বাস্তব চিত্র ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণের সুযোগ পেয়েছে।তারা শুধু বইয়ের জ্ঞান নয়, জীবনঘনিষ্ঠ বাস্তব অভিজ্ঞতা অর্জন করেছে — রোগী দেখা, পরিবেশ মূল্যায়ন, কমিউনিটির মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগসহ আরও অনেক কিছু।ফিল্ডে কাজ করা, বাস্তব সমস্যার সম্মুখীন হওয়া এবং সেগুলোর সমাধানে চিন্তা করা—এ সবকিছুই তাদের ভবিষ্যৎ পেশাগত জীবনের জন্য প্রস্তুত করেছে।

Author

আরও খবর

Sponsered content

আরও খবর: অন্যদেশ

মমতাজ বেগম নার্সিং ইনস্টিটিউট নলেজ সিটির ফিতে কেটে শুভ উদ্বোধন করলেন প্রিন্সিপাল আব্দুল রব

ঈমানের নামে রাজনীতি, গণতন্ত্র, ভণ্ডামি ও এক অনিবার্য প্রতিবাদ

দক্ষিণ ২৪ পরগণা সেল্ফ এমপ্লয়েড ল্যান্ড সার্ভেয়ার্স ইউনিয়নের দ্বাদশতম বার্ষিক সম্মেলন

১১ ই জানুয়ারি ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার ঘোলার মিনল মোড়ে প্রকাশ্য সমাবেশ তার প্রস্তুতি পর্ব সাংবাদিক সম্মেলন

রাজ্যের উন্নয়নের পাঁচালি ঘরে ঘরে পৌঁছাতে সাহাজাদাপুর অঞ্চলে তৃনমূল কংগ্রেসের মহিলা সম্মেলন কর্মসসূচী

দীর্ঘ দুর্ভোগের অবসান বামনগাছি এলাকায় নতুন ঢালাই রাস্তার শুভ উদ্বোধনে খুশি এলাকাবাসীরা