মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুর সদর থানা পুলিশের অভিযানে ফেন্সিডিল সহ মেহেরপুর সদর উপজেলার শোলমারী গ্রামের সাবেক ইউপি সদস্যর ছেলে মন্টু আটক, আটক মন্টু শোলমারী গ্রামের সাবেক ইউপি সদস্য মোতালেব হোসেনের ছেলে।
জানাগেছে গোপন সূত্রে খবর পেয়ে মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়ার নেতৃত্বে সোমবার দিবা গত মধ্যরাতে শোলমারী গ্রামে অভিযান চালান, এ সময় মন্টুর বাড়ি থেকে ২ বোতল ফেন্সিডিল সহ মন্টুকে আটক করা হয়, মেহেরপুর সদর থানার ওসি শেখ কনি মিয়া জানান, গোপন সূত্রে খবর পেয়ে শোলমারি গ্রামে মন্টুর বাড়িতে দীর্ঘ সময় অভিযান চালিয়ে নান্দার মধ্যে লুকিয়ে রাখা অবস্থায় ২ বোতল ফেন্সিডিল উদ্ধার করি, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।