প্রতিনিধি ২১ মে ২০২৪ , ২:২৯:২৮ প্রিন্ট সংস্করণ
সুনামগঞ্জ প্রতিনিধি: ছাতক উপজেলার চরমহল্লা ইউপির ৭ নং ওয়ার্ডের চরচৌড়াই (আশাকাচর) গ্রামের আবুল হুসেনের মেয়ে মোছাঃ শামিমা বেগম। ঘটনাটি ঘটেছে সোমবার (২০ মে) বিকাল ৫ ঘটিকার সময়।
ভিক্টিম তার নিজ ঘরের তীরের সাথে ওড়না দিয়ে ফাঁস লেগে আত্মহত্যা করে।
থানার পুলিশ এসে ভিক্টিমের লাশ উদ্ধার করে।
ভিক্টিমের ভাবি শাপলা বেগম বলেন, চরচৌড়াই (মাঝের বাড়ি) গ্রামের মৃত. মনহর আলীর ছেলে ইউনুস আলী (২৭) ভিক্টিমের সাথে দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল।
ওই প্রেমিক ইউনুস আলী দুই সন্তানের জনক।
ইউনুস আলী তার প্রেমিকা শামিমা বেগমের কাছে কয়েক মাস আগে একটি মোবাইল দেয়, ওই মোবাইলটি সোমবার বাদ যোহর প্রেমিক প্রেমিকার কাছে থেকে ফিরিয়ে নেওয়ার কারণে সে আত্মহত্যা করাটি বেঁচে নেয়।
চরমহল্লা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুর মিয়া বলেন, শামিমা বেগমের সাথে ইউনুস আলীর ভালোবাসার সম্পর্ক ছিল, এক পর্যায়ে ইউনুস বিবাহের প্রস্তাব দেন। এই প্রস্তাবে মেয়ের পরিবার রাজি হন কিছু শর্তের মাধ্যমে। শর্তটি হল মেয়ে সব সময় বাবার পরিবারে থাকবে। কিন্তু এই শর্তে প্রেমিক রাজি না হয়ে তার দেওয়া মোবাইলটি সে ফিরিয়ে নেয়।
এক পর্যায়ে মেয়েটি আত্মহত্যা করে।