সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়া থেকে র্যাব-৪ এর অভিযানে ২৯৫ বতোল ফেন্সিডিল ও ৬৯৯০ পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট সহ চার মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করা হয় ।
এর আগে, বৃহস্পতিবার ভোর রাতে আশুলিয়ার ডেন্ডাবর ও ডিইপিজেড এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- ঢাকা জেলার মো. তানভির হোসেন সিফাত (২৮), কুষ্টিয়া জেলার মো. সুন্নত আলী (৩৯), গাজীপুর জেলার মো. ইলিয়াছ হোসেন ইমরান (৩৮) ও মো. রাব্বি হাসান রাতুল (২০)।
গ্রেপ্তার তানভিরের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং বাকিদের কাছ থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়।
র্যাব-৪ এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার রাকিব মাহমুদ খান জানান, বৃহস্পতিবার ভোর রাতে আশুলিয়ার ডেন্ডাবর এলাকায় অভিযান পরিচালনা করে ৬৯৯০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তানভির নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।
এছাড়াও আশুলিয়ার ডিইপিজেড এলাকায় অভিযান পরিচালনা করে ২৯৫ বোতল ফেনসিডিলসহ তিনজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেপ্তারকৃত আসামিরা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন স্থান থেকে অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ফেনসিডিল সংগ্রহ করে ঢাকা জেলার সাভার, আশুলিয়া, ধামরাইসহ নিকটবর্তী বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো।
গ্রেপ্তারকৃত রাব্বি হাসান রাতুলের বিরুদ্ধে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী থানায় একটি মাদক মামলা রয়েছে। উক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।