
ইউসুফ আলী অপরাধ তদন্তক :- ময়মনসিংহের ত্রিশালে সাইনবোর্ড বাসস্ট্যান্ডে এলাকায় নিরাপদ সড়ক ও গতিরোধকের দাবিতে মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী। বিক্ষোভের একপর্যায়ে তারা ১ ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন।
শনিবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশাল উপজেলার সাইনবোর্ড বাসস্ট্যান্ডে বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত অবস্থান করে বিক্ষোভ করতে থাকে।
একপর্যায়ে মহাসড়কে ব্যারিকেড দিয়ে অবরোধ করে রাখেন তারা। পরে খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জুয়েল আহমেদের নির্দেশে ও ত্রিশাল থানা পুলিশ তাদের বুঝিয়ে ওই স্থানে মহাসড়কের অপরিকল্পিত পিছ ঢালাই সরিয়ে নেওয়া হবে এবং গতিরোধক স্থাপনের আশ্বাস দিয়ে সড়ক থেকে সরিয়ে নিয়ে যায়। এতে ঢাকা-ময়মনসিংহ সড়কে প্রায় ১ ঘণ্টা যানজটের সৃষ্টি হয়।
এ সময় এলাকাবাসী ‘বাঁচার মতো বাঁচতে চাই, নিরাপদ সড়ক চাই’, ‘আমার ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’ সহ নানা ধরনের স্লোগান দেন।
বিক্ষোভকালে সাইনবোর্ড বাসস্ট্যান্ড এলাকার আশেপাশে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরাও উপস্থিত ছিল। এ সময় মহাসড়ক অবরোধ ছাড়া কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
মানববন্ধনে আরিফুল হক এরশাদ বলেন, আমাদের দাবি যৌক্তিক। মহাসড়কের এ স্থানে অপরিকল্পিত অতিরিক্ত পিছ ঢালাই এ-র কারণে দ্রুতগামী বাস-ট্রাক নিয়ন্ত্রণ রাখতে পারে না। এবং একটু রোদ- বৃষ্টি হলেই এ স্থানটির পিছ গলে পিছলে হয়ে যায় এবং এখানে প্রতিনিয়তই দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীসহ যানবাহন।
মানববন্ধনে ১২নং আমিরাবাড়ীর ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্যারের সাথে আমার কথা হয়েছে। খুব দ্রুত মহাসড়কের এ স্থানটি সংস্কার করে দেওয়া হবে এবং অতিরিক্ত পিছ ঢালাই সরিয়ে নেওয়া হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড বাসস্ট্যান্ডে অন্য গাড়ির পিছন থেকে ধাক্কায় তোফায়েল আকন্দ গুরুতর আহত হন।