সারাদেশ

সাভারে চাঁদা না দিলে বন্ধ রাখতে হবে বাড়ির নির্মাণ কাজ

  প্রতিনিধি ২৯ জুন ২০২৪ , ৫:৫৪:৫১ প্রিন্ট সংস্করণ

সাভার প্রতিনিধি : সাভার উপজেলার ভভাকুর্তা ইউনিয়নের শ্যামলাসী বাহেরচর এলাকায়  নিজের জমানো অর্থায়নে বাড়ির কাজ শুরু করেন ভুক্তভোগী মতি মিয়া। তখন প্রতিবেশী সৈয়দ এর মোটা অংকের চাদা দাবির কারণে বন্ধ করতে হয় বাড়ির নির্মাণ কাজ। এতে পরিবার নিয়ে বিপাকে পড়েছেন ভুক্তভোগী মতি মিয়া।  খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
জানা যায় ৩০ লাখ টাকা দাবি করেন প্রতিবেশী সৈয়দ মিয়া। টাকা না দিলে সৈয়দ মিয়া ও তার লোকজন এসে নির্মাণ কাজ বন্ধ করে দেন। ইট,বালু, সিমেন্ট, রডসহ নির্মাণ সামগ্রী লুট ও অন্যান্য মালামাল নষ্ট করে দেন তারা। এছাড়া সেই জমিতে তাদের আগে ব্যবহার করা পানির কল, বাথরুম ও রান্না ঘরটিও ভেঙে দেয় চাঁদা সৈয়দ এর লোকজন।
এবং  ক্ষমতার দাপট দেখিয়ে সৈয়দ মিয়া উল্টো তাদের বিরুদ্ধে আদালতে একটি মামলা দায়ের করে হয়রানী করছেন বলেও অভিযোগ ভুক্তভোগীর।
ভাকুর্তা পুলিশ ফাঁড়ির ইনচার্জ আসওয়াদুর রহমান বলেন, এ ঘটনায় ভুক্তভোগী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Author

আরও খবর

Sponsered content