সাভার প্রতিনিধি : বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির ঢাকা জেলা উত্তরের সভাপতি আবু-সুফিয়ান এর নেতৃত্বে শোকরানা মিছিল ও শান্তি সমাবেশ করা হয়।
৬ আগষ্ট (সোমবার) বাদ মাগরিগ নামাজের পর সাভার রেডিও কলনি হতে ❝নারায়ে তাকবির, আল্লাহু-আকবার ও শিবির, শিবির স্লোগানে ❞পাকিজা ইউটার্ন গিয়ে শান্তি সমাবেশ করে সাভার সিটি সেন্টার এসে সমাপ্ত করেন তারা ।
সমাবেশ বিরতিতে জেলা সেক্রেটারি আলম হোসেন রাকিব এর সঞ্চালনায় বক্তব্য শুরু করা হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা উত্তরএর সাবেক সভাপতি সাভার পৌরসভার সেক্রেটারি জনাব আব্দুল কাদের এবং আরও উপস্থিত ছিলেন ঢাকা উত্তর এর সাবেক সভাপতি জনাব সানোয়ার হোসেন।
সাবেক সভাপতি সানোয়ার হোসেন তার বক্তব্যে তিনি বলেন বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির এদেশের জন্য একটি নিয়ামত এদেশ জাতি গড়ার জন্য তারা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে, বিভিন্ন সময় তাদের মিত্থা অপবাদ দিয়ে গুম, খুন, জুলুম নির্যাতন করে সরকার তাতে পেরে উঠেনি যতবার তাদের উপর গুম খুন হয়রাই করে দাবিয়ে রাখার চেষ্টা করেছে পুনরায় তারা দ্বিগুণ শক্তি নিয়ে সামনের দিকে এগিয়েছে। তিনি সকলকে আহবান জানান যে আপনাদের সন্তানদেরকে সৎ,দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে ছাত্র শিবিরের সাথে যুক্ত করে দিন আপনার সন্তানকে সঠিকভাবে পড়ে তোলার দায়িত্ব আমাদের।