অর্থনীতি

গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

  প্রতিনিধি ১৭ সেপ্টেম্বর ২০২৪ , ৬:৩৮:৪৩ প্রিন্ট সংস্করণ

গাজীপু‌রের টঙ্গীতে তিন মাসের বকেয়া বেতনের দাবিতে এক‌টি কারখানার শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে মহানগরীর গাজীপুরা এলাকায় সিজন্স ড্রেসেস লি‌মি‌টেডের শ্রমিকরা আন্দোলনে নামেন। কিছু সময় কারখানার গেটে অবস্থান করার পর তারা মহাসড়কের দুই পাশে অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

আন্দোলনরত শ্রমিকরা জানায়, তিন মাসের বেতন ও ছু‌টির টাকা দেওয়া হচ্ছে না। এ পর্যন্ত বেশ ক‌য়েকবার তারা তা‌রিখ দি‌য়ে‌ছে কিন্তু বেতন দেয়নি। আমরা ঘর ভাড়া দি‌তে পার‌ছি না। বা‌ড়ির মা‌লিক আমা‌দের সঙ্গে খারাপ ব্যবহার শুরু ক‌রে দি‌য়ে‌ছে। এই অবস্থায় আমরা কি কর‌ব ভে‌বে পা‌চ্ছি না। এক পর্যায়ে বাধ‌্য হ‌য়ে মহাসড়ক অ‌বরোধ ক‌রে রে‌খে‌ছি।

শ্রমিক পারভিন জানান, আমা‌দের দা‌বি মে‌নে নেওয়া না পর্যন্ত আন্দোলন চল‌বে। দরকার হলে রাস্তায় শুয়ে পর‌ব তারপরও দা‌বি মানা না পর্যন্ত আন্দোলন থামাবো না।

এ বিষয়ে কারখানা কর্তৃপক্ষের সঙ্গে যোগা‌যোগ ক‌রেও পাওয়া যায়‌নি।

গাজীপুর শিল্প পু‌লি‌শের টঙ্গী জো‌নের সহকা‌রী পু‌লিশ সুপার মোশাররফ হো‌সেন ব‌লেন, এই কারখানায় ৬ মাস ধ‌রে সমস‌্যা। মা‌লিক পক্ষ সমস‌্যার সমাধান কর‌ছে না। আমরা শ্রমিক‌দের বুঝা‌নোর চেষ্টা কর‌ছি।

Author

আরও খবর

Sponsered content