অনুসন্ধান

সামান্য বৃষ্টিতে পানির নিচে কুতুবপুরের রাস্তাঘাট।

  প্রতিনিধি ২৭ সেপ্টেম্বর ২০২৪ , ৩:২৪:২১ প্রিন্ট সংস্করণ

ভ্রাম্যমাণ প্রতিনিধি: কুতুবপুর ইউনিয়ন, নারায়ণগঞ্জ সদর উপজেলার একটি বৃহত্তর ইউনিয়ন।উক্ত ইউনিয়নে প্রায় আড়াই লক্ষাধিক মানুষের বসবাস।এখানে রয়েছে স্কুল,কলেজ, মসজিদ, মাদ্রাসা সহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান।অল্প বৃষ্টিতেই এখানে চলাচলের প্রধান সড়ক গুলো পানিতে তলিয়ে যায়।

অনুসন্ধানে জানা গেছে, অল্প বৃষ্টিতেই শাহীবাজার,দৌলতপুর, রসুলপুর,শহীদ নগর, আদর্শ নগর, বাদামতলা, নূরবাগ,রেললাইন, পাগলা স্কুল সংলগ্ন ও ইউনিয়ন পরিষদের সামনের অঞ্চল পানিতে তলিয়ে যায়। তাছাড়া কুতুবপুরের মানুষের চলাচলের প্রধান সড়ক গুলোর পাশে ড্রেন ব্যবস্থা না থাকার কারণে সামান্য কয়েক ঘন্টার বৃষ্টিতেই তলিয়ে যায় পুরো কুতুবপুর।ইউনিয়ন এর অধিকাংশ খাল গুলো ডিএনডি প্রজেক্ট এর সাথে হওয়ায় এবং ডিএনডি প্রজেক্টের কাজ চলমান থাকায় বিভিন্ন জায়গায় খাল গুলোর মুখ বন্ধ করে রাখা হয়েছে, আর এতে করে সামান্য বৃষ্টিতেই খাল ভরে তলিয়ে যায় কুতুবপুরের রাস্তাঘাট গুলো।

কবে এমন দুর্বস্থা থেকে মুক্তি মিলবে এটাই প্রশ্ন কুতুবপুরবাসীর। তাদের দাবি,চলাচলের প্রধান সড়ক গুলোর পাশে ড্রেন নির্মাণ করলেই কিছুটা পানি জমা থেকে মুক্তি পেতে পারে।

এমতাবস্থায়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে উক্ত বিষয় দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন অত্র ইউনিয়নের খাল সংলগ্ন এলাকা আমতলার সচেতন ব্যাক্তিবর্গ মাহিন,আকাশ,হেমায়েত, রাসেল পাশা সহ কুতুবপুরের শান্তিপ্রিয় মানুষ।

 

Author

আরও খবর

Sponsered content