উৎসব অনুৃষ্ঠান

ত্রিশালে শারদীয় দুর্গোৎসব উদযাপনে মতবিনিময়

  প্রতিনিধি ৩ অক্টোবর ২০২৪ , ২:৩৩:৫০ প্রিন্ট সংস্করণ

ত্রিশাল দুর্গাপূজা উদযাপন উপলক্ষে বিএনপির মতবিনিময়

আরোয়ার জাহান পারভেজঃ  ময়মনসিংহের ত্রিশালে আসন্ন শারদীয় দুর্গোৎসব ও দূর্গাপূজা-২০২৪ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) দুপুরে উপজেলা বিএনপির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক ডাঃ মাহবুবুর রহমান লিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহবায়ক এনামুল হক ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহবায়ক আতাউর রহমান শামীম, জহির মোহাম্মদ, যুগ্ম আহবায়ক আব্দুল আউয়াল ফরাজী, আনিসুজ্জামান মৃর্ধা, জিয়াউল হাসান জামিল, আঃ মতিন, পৌর বিএনপির সভাপতি আলেকচান দেওয়ান, পূজা উদযাপন পরিচালনা কমিটির সভাপতি শ্রী শংকর রায়, কৃষিবিদ নিতাই চন্দ্র রায়, প্রনব দা প্রমূখ।

উপস্থিত ছিলেন, ৬৫ টি পূজা মণ্ডবের সভাপতি/সাধরাণ সম্পাদক,পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, উপজেলা বিএনপি, পৌর বিএনপি, ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।

ডাঃ মাহবুবর লিটন বলেন, আসন্ন শারদীয় দুর্গোৎসব ও দূর্গাপূজা-২০২৪ উদযাপনে সার্বিক সহোযোগিতা করব।

Author

আরও খবর

Sponsered content