অনুসন্ধান

বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ গোপালগঞ্জ সদর উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ড.আলিমুজ্জামান চৌধুরীকে পিটিয়ে হত্যা।

  প্রতিনিধি ১৩ অক্টোবর ২০২৪ , ৭:৪০:২৪ প্রিন্ট সংস্করণ

মেহেদি হাসান মুন্না,ভ্রাম্যমাণ প্রতিনিধি: একজন গর্বিত মুক্তিযোদ্ধার গর্বিত সন্তান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ গোপালগঞ্জ সদর উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ড.আলিমুজ্জামান চৌধুরী গত ১৩ সেপ্টেম্বর বিএনপি জামায়াতের হামলার শিকার হন। রাজনীতির পাশাপাশি ডাক্তারি পেশায় থেকে অসুস্থ নিরীহ মানুষদের তিনি বিনামূল্যে চিকিৎসা সেবা দেবার কারনে তার প্রতি সাধারণ মানুষের ভালবাসা ছিলো আকাশচুম্বী। ঘটনার দিন তার বাড়িতে হামলা ঔষধের দোকানে ব্যাপক ভাংচুর করা হয়। তখন তার বাসার ভেতর ঢুকে তাকে এবং বাসার সবাইকে বেধড়ক পিটিয়ে আধমরা করে রেখে যায় বিএনপি জামায়াতের সন্ত্রাসীরা। পরবর্তীতে অসুস্থ অবস্থায় থানায় অভিযোগ দিতে গেলে অন্যায় ভাবে তাকে গ্রেফতার দেখিয়ে কারাবন্দী করে প্রশাসন। তার জীবন বাচাতে চিকিৎসকেরা উন্নত চিকিৎসার কথা বললেও পুলিশ কোনো প্রকার চিকিৎসার ব্যাবস্থা না করে কারাবন্দী করে রাখে। দীর্ঘ এক মাস বিনা চিকিৎসায় থেকে অসহ্য যন্ত্রনায় কাতরাতে কাতরাতে তিনি আজ ১৩ অক্টোবর সন্ধ্যা ৭ টার সময় গোপালগঞ্জ জেলা কারাগারে কারাবন্দী অবস্থায় মৃত্যুবরন করেন।

Author

আরও খবর

Sponsered content