সাভার প্রতিনিধি : সাভারে কিশোর গ্যাংয়ের এক সদস্যের ছুরিকাঘাতে সুশীল রাজবংশী (৩৯) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে সাভার পৌরসভার মধ্যপাড়া মহল্লায় এই ঘটনা ঘটে। শনিবার দুপুরে সংবাদ সম্মেলনে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির এই তথ্য নিশ্চিত করেন।
পুলিশের ভাষ্যমতে, নিহত সুশীল রাজবংশী মধ্যপাড়া এলাকার মৃত রঞ্জিত রাজবংশীর ছেলে। ঘটনাস্থলে সুশীল চা খাওয়ার সময় গণেশ নামে স্থানীয় এক কিশোর ছুরি নিয়ে ঘুরছিলেন। সুশীল তাকে ছুরি নিয়ে ঘোরাঘুরি করতে নিষেধ করেন। এতে উত্তেজিত হয়ে গণেশ সুশীলের ঘাড়ে ছুরি দিয়ে আঘাত করেন। আহত অবস্থায় সুশীলকে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানা পুলিশ ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত গণেশকে গ্রেপ্তার করেছে।