সারাদেশ

ফিল্মি স্টাইলে ত্রিশালে প্রথম ছিনতাই

  প্রতিনিধি ২৯ জানুয়ারি ২০২৪ , ৩:১১:২৮ প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহের ত্রিশালে ছিনতাইকারীর কাছ থেকে ৬ লাখ টাকা উদ্ধার করেছে ত্রিশাল থানা পুলিশ। এতে আটক করা হয়েছে সোহাগ মিয়া (২৫) ও মেহেদী হাসান ২৫)  নামে দুই ছিনতাইকারীকে।উভয়ের বাসা ত্রিশালেই।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে শিরিনা আক্তার ও তার বড় ভাই এমদাদুল হক সোনালী ব্যাংক ত্রিশাল শাখা থেকে বিদেশ থেকে শিরিনা আক্তারের স্বামীর পাঠানো ৬ লাখ টাকা উত্তোলন করে রিকশা দিয়ে বাড়ি ফেরার পথে পৌর এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ইভা ফিলিং স্টেশনের সামনে দুই ছিনতাইকারী মোটরসাইকেল দিয়ে রিকশা গতিরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। শিরিন আক্তার ঘটনাস্থলে চিল্লা চিল্লি করিলে দরিরামপুর বাসষ্ট্যান্ডে থাকা টহল পুলিশ ছিনতাইকারীদের পিছনে দাওয়া করে। পুলিশ উপজেলার বইলর ইউনিয়নের কাজীর শিমলা এলাকা থেকে দুই ছিনতাইকারী, টাকার ব্যাগ, তাদের বব্যহৃত মোটরসাইকেল ও তিনটি মোবাইলসহ আটক করে।

বিজ্ঞাপন 

ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মো. কামাল হোসেন বলেন, দুই ছিনতাইকারীকে পুলিশের একটি টহল টিম দাওয়া করে ধরতে সক্ষম হয়। তাদের কাছে ছিনতাইকৃত ৬ লাখ টাকা, ভিকটিমের ব্যবহৃত একটি মোবাইল, তাদের ব্যবহৃত মোটরসাইকেল ও দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

আটককৃত সোহাগ মিয়া (২৫) ও মেহেদী হাসান (২৫) বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

 

Author

আরও খবর

Sponsered content