শিক্ষা ও ক্যাম্পাস

এসএসসি ও এইচএসসি পরীক্ষা দুই মাস পিছিয়ে, শুরু হবে এপ্রিল ও জুনে

  প্রতিনিধি ২ নভেম্বর ২০২৪ , ১১:৫৯:২৭ প্রিন্ট সংস্করণ

নিউজ ডেস্ক : করোনাকালের দীর্ঘস্থায়ী ধাক্কা সামলিয়ে গত বছর এসএসসি ও সমমানের পরীক্ষা আগের মতো ফেব্রুয়ারিতে শুরু হলেও, আগামী বছর এই পরীক্ষা আবারও পিছিয়ে যাচ্ছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রায় দুই মাস পিছিয়ে ২০২৪ সালের এসএসসি পরীক্ষা পবিত্র ঈদুল ফিতরের পর এপ্রিলে শুরু করার পরিকল্পনা করেছে শিক্ষাবোর্ডগুলো। এ ছাড়া, এইচএসসি ও সমমানের পরীক্ষাও দুই মাস পিছিয়ে জুন মাসে শুরু করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঢাকা শিক্ষাবোর্ডের সূত্রে এসব তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, সাধারণত এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারির শুরুতে এবং এইচএসসি পরীক্ষা এপ্রিলের শুরুতে অনুষ্ঠিত হতো। তবে করোনাভাইরাস মহামারির প্রভাবে ২০২০ সালের মার্চ থেকে শিক্ষাপঞ্জিতে বড় ধরনের এলোমেলো ঘটে। ২০২৩ সালের এসএসসি পরীক্ষা গত ৩০ এপ্রিল এবং এইচএসসি পরীক্ষা জুন মাসে শুরু হয়। এরপর গত বছর পরীক্ষার সময়সূচি স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছিল এবং এসএসসি পরীক্ষা ১৫ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল। কিন্তু ২০২৪ সালে আবারো সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় এবং শিক্ষা বোর্ডগুলো শিক্ষার্থীদের সুষ্ঠু প্রস্তুতির জন্য এই পরিবর্তন এনেছে বলে জানিয়েছে।

Author

আরও খবর

Sponsered content