সাভার প্রতিনিধি : সাভারের আশুলিয়া থানাধীন ইউসুফ মার্কেট এলাকায় অবস্থিত পোশাক কারখানা জেনারেশন নেক্সট ফ্যাশন শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ এবং কারখানাটি স্থায়ীভাবে বন্ধের বিষয়ে এক সমঝোতা চুক্তি হয়েছে। গত রোববার (৩ নভেম্বর) এ বিষয়ে সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়।
জানা গেছে, বৈঠকে কারখানা কর্তৃপক্ষ, সেনাবাহিনীর প্রতিনিধি, জেলা ও শিল্প পুলিশ, বিজিএমইএ প্রতিনিধি এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বৈঠকে সিদ্ধান্ত হয়, আগামী ৫ নভেম্বর আগস্ট ২০২৪ মাসের বেতন, ১৭ নভেম্বর সেপ্টেম্বর ২০২৪ মাসের বেতন এবং ২৮ নভেম্বর অক্টোবর ২০২৪ মাসের বেতন পরিশোধ করা হবে। এছাড়া, ক্ষতিপূরণসহ অন্যান্য বকেয়া পাওনা আগামী ২৯ ডিসেম্বর পরিশোধ করা হবে।
এছাড়া, জেনারেশন নেক্সট ফ্যাশন ফ্যাক্টরি ৩ নভেম্বর থেকে স্থায়ীভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।