আবহাওয়া

মেঘাচ্ছন্ন সকালে স্বাভাবিক পরিবহন চলাচল , সাভারের সড়কে জীবনযাত্রা সচল

  প্রতিনিধি ৬ নভেম্বর ২০২৪ , ২:২৫:৪২ প্রিন্ট সংস্করণ

সাভার প্রতিনিধি : সাভারে আজকের সকালটি ছিল মেঘাচ্ছন্ন ও স্নিগ্ধ। এমন আবহাওয়ার মাঝে সড়কে যাত্রী ও পরিবহন সংখ্যা স্বাভাবিক অবস্থাতেই দেখা গেছে। সকাল থেকেই সাভারের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যানবাহনের স্বাভাবিক চলাচল ছিল, যেখানে কোনো যানজট বা অতিরিক্ত ভিড় দেখা যায়নি। বিভিন্ন পরিবহন যেমন বাস, প্রাইভেট কার, রিকশা ও অটোরিকশা সকালের শীতল বাতাসে নিয়মিত ছন্দেই চলেছে।

সাধারণত এমন আবহাওয়ায় সড়কে একটু কম যাত্রীর দেখা মেলে, তবে আজ ব্যতিক্রমী পরিস্থিতি ছিল। প্রতিদিনের মতোই কর্মমুখী মানুষগুলো সঠিক সময়ে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। সাভারের বিভিন্ন এলাকায় যাত্রীদের জন্য কোনো অসুবিধা দেখা যায়নি। যারা সকালেই অফিস বা অন্য কাজে বের হয়েছেন, তারা যথাসময়ে গন্তব্যে পৌঁছাতে পেরেছেন।

এমন আবহাওয়ায় সাধারণত শহরের পরিবহন ব্যবস্থা সামান্য শিথিল থাকে, তবে আজ সাভারের প্রতিটি প্রধান সড়কে যানবাহনের চলাচল ছিল সুসংহত।

Author

আরও খবর

Sponsered content